সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF) থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে পাকিস্তান। সেই সংস্থার শর্ত মেনেই আমজনতার উপর বিশাল করের বোঝা চাপাল শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকার। রাজস্ব দপ্তরের তরফে নোটিশ জারি করে নয়া কর ব্যবস্থার ঘোষণা করা হয়েছে। তারপরেই এক ধাক্কায় লিটার পিছু পেট্রলের দাম ২৩ টাকা বেড়ে গিয়েছে। বর্তমানে পাকিস্তানে (Pakistan) এক লিটার পেট্রলের দাম ২৭২ টাকা।
নতুন কর কাঠামো তৈরির জন্য মিনি বাজেট পেশ করেছে পাকিস্তান সরকার। তারপরেই বিশেষজ্ঞরা জানিয়ছেন, এক ধাপে ৩৩ শতাংশ বাড়বে দেশের মূল্যবৃদ্ধি। আইএমএফের শর্ত অনুযায়ী, এক ধাপে ১৮ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে বাণিজ্য কর। এর ফলে ১১৫ বিলিয়ন টাকা আসবে পাক কোষাগারে, এমনই ধারণা পাক প্রশাসনের।
[আরও পড়ুন: নিজের এলাকায় সক্রিয় তারকা সাংসদ, নুসরতের উদ্যোগে ৫ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ]
সরকারের ঘোষণার পরেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও হুহু করে বাড়তে শুরু করেছে। হাই স্পিড ডিজেলের দাম লিটার পিছু ১৭ টাকা বেড়েছে। কেরোসিন তেলেও লিটার পিছু বেড়েছে ১২ টাকা। দাম বেড়েছে সিগারেট-সহ বেশ কিছু জিনিসের। মাঝরাতে নতুন দাম কার্যকর হওয়ার পরেই মাথায় হাত আমজনতার।
ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে আইএমএফের কঠিন শর্ত মেনেই ঋণ নিতে রাজি হয়েছিল শাহবাজ শরিফের সরকার। দীর্ঘদিন ধরে আলোচনার পর পাকিস্তানকে ঋণ দিতে রাজি হয় তারা। তবে প্রথম থেকেই প্রশ্ন ছিল, আমজনতার উপর বিপুল করের বোঝা চাপিয়ে দিলে কি দেশের অর্থনীতির উন্নতি হবে? তবে আগেও এই সংস্থার প্যাকেজের মাধ্যমে অক্সিজেন পেয়েছে পাক অর্থনীতি। আবারও একই ফলের আশায় পাকিস্তান।