সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে পরমাণু বোমা ফেলবে পাকিস্তান! এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বয়ানের পালটা দিয়ে রবিবার তোপ দাগেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান।
রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, "পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আমাদের দাবি ও অবস্থান একই থাকবে। এই অংশ ভারতের ছিল, আছে, থাকবে। আমাদের জোর করে PoK দখল করার প্রয়োজন নেই। সেখানকার বাসিন্দারা কাশ্মীরের উন্নয়ন দেখছেন। কীভাবে দিন দিন আর্থিক অবস্থা ভালো হচ্ছে উপত্যকার মানুষদের তাও তাঁরা দেখছেন। ফলে পাক অধিকৃত কাশ্মীরের ভাই-বোনেরা নিজে থেকেই আমাদের দেশের অংশ হবেন। অধিকৃত কাশ্মীর আবার ভারতের সঙ্গে মিশে যাবে।"
[আরও পড়ুন: ৪ জুন বিজেডি সরকারের 'এক্সপায়ারি ডেট', 'বন্ধু' নবীনকে বেনজির আক্রমণ মোদির]
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রীর এহেন বয়ানের তীব্র বিরোধিতা করেছেন ফারুক আবদুল্লা। তিনি বলেন, "যদি প্রতিরক্ষা মন্ত্রী এমন বলে থাকেন তাহলে তো আমাদের এগিয়ে চলা উচিত। কে আটকেছে? কিন্তু মনে রাখুন পাকিস্তান চুরি পড়ে বসে নেই। ওদের হাতেও কিন্তু পারমাণবিক বোমা রয়েছে। আর দুর্ভাগ্যজনকভাবে ওই বোমাগুলো আমাদের উপর আঘাত হানবে।"
বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আবহে মোদি শিবিরের হাতে নতুন হাতিয়ার তুলে দিয়েছেন ফারুক। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা এনসি প্রধানের পাকিস্তান 'বন্দনা' যে বিরোধীদের অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তাৎপর্যপূর্ণ ভাবে, বিজেপি বরাবরই কংগ্রেস তথা তাদের শরিক দলগুলোর বিরুদ্ধে তোষণের অভিযোগ এনেছে। ভোটব্যাঙ্কের স্বার্থে সন্ত্রাসবাদের মতো ইস্যুতেও নীরব থেকেছে তারা বলে বারবার তোপ দেগেছেন মোদি-শাহরা। এই প্রেক্ষাপটে ফারুক আবদুল্লার মন্তব্য নিঃসন্দেহে ইন্ডিয়া জোটের অস্বস্তি বাড়াবে।