সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের (Imran Khan) মুখে বহুবার শোনা গিয়েছে। কিন্তু পাক সংবাদমাধ্যমের মুখে মোদির স্তুতি? এতদিন পর্যন্ত এটা অকল্পনীয়ই ছিল। কিন্তু এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অগ্রগতিকে কুর্নিশ না জানিয়ে আর পারল না সেদেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ নামের এক নামী পাক দৈনিক ভূয়সী প্রশংসা করল নতুন ভারতের।
ঠিক কী দাবি তাদের? শাহজাদ চৌধুরী নামে সেদেশের এক নামী রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রিয় গন্তব্য ভারত। আর সেজন্য দায়ী মোদির সুযোগ্য নেতৃত্ব। তাঁর মতে, ভারতের বিদেশ নীতি অত্যন্ত দক্ষ হাতে সাজিয়ে তোলা হয়েছে। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপির দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে নয়াদিল্লি। আর এই সাফল্যের আসল কারিগর যে নরেন্দ্র মোদি, সেকথাও জানিয়েছেন শাহজাদ।
[আরও পড়ুন: নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে কমপক্ষে ৫ ভারতীয়র মৃত্যুর আশঙ্কা, চলছে উদ্ধার কাজ]
উল্লেখ্য, এর আগে বারবার মোদির প্রশস্তি শোনা গিয়েছে ইমরানের মুখে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের মূল্য ৩০ টাকা বাড়ায় ভারতের প্রশস্তি গেয়ে শাহবাজ শরিফের সরকারকে ‘অসংবেদনশীল সরকার’ বলে তোপ দেগে মোদির প্রশংসা করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য সময়ও একই ভাবে ভারত সরকার তথা মোদির প্রশাসনকে বিপুল প্রশংসায় ভরিয়ে দিয়ে শাহবাজ সরকারকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁকে এও বলতে দেখা গিয়েছে যে, পাকিস্তান মুসলিম লিগের নেতা শরিফ যেভাবে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, তেমনটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী করেননি। এবার মোদির জয়গান পাক মিডিয়ার মুখেও।
প্রসঙ্গত, পাকিস্তানের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আর্থিক সংকটে জেরবার ভারতের প্রতিবেশী দেশ। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। এই পরিস্থিতিতে তাদের সংবাদমাধ্যমের নজরে মোদির ভারত। শোনা যাচ্ছে নয়াদিল্লির জয়গান।