shono
Advertisement

আদালতের রায়ে পাকিস্তানে আর নিষিদ্ধ নয় হাফিজের জঙ্গি সংগঠন

সন্ত্রাসবাদেই ভরসা রাখছে পাকিস্তান! The post আদালতের রায়ে পাকিস্তানে আর নিষিদ্ধ নয় হাফিজের জঙ্গি সংগঠন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Oct 26, 2018Updated: 05:45 PM Oct 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি তালিকা থেকে বাদ পড়ল হাফিজ সইদের সংগঠন জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন৷ ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশেই এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন দুটিকে৷ যদিও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বিচারে এখনও আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত রয়েছে জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন৷ পাক আদালতের এহেন নির্দেশকে মোটেই ভাল চোখে দেখছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে এই নির্দেশই প্রমাণ করে যে, কেবল প্রশাসন ও সেনাই নয়, পাশাপাশি সন্ত্রাসবাদের শিকড় পাক আইনমহলের গভীরেও বিস্তৃতি লাভ করেছে৷

Advertisement

[যৌন হেনস্তার অভিযোগ, বরখাস্ত গুগলের ৪৮ জন আধিকারিক]

জামাত-উল-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন, লস্কর-ই-তইবা, আল-কায়দা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান, লস্কর ইত্যাদি সন্ত্রাসবাদী সংগঠনের নাম রয়েছে রাষ্ট্রসংঘের কালো তালিকায়৷ আন্তর্জাতিক মহল ও আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসবাদ বিরোধী আইন চালু করে পাকিস্তান৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিচারে আন্তর্জাতিক তালিকাভুক্ত এই দুই জঙ্গি সংগঠনকে অর্ডিন্যান্সে এনে কালো তালিকাভুক্ত করে পাকিস্তানও৷ অর্ডিন্যান্সে স্বাক্ষর করেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট মামুন হোসেন৷ তবে চলতি মাসের পাঁচ তারিখে একটি নয়া তালিকা প্রকাশিত হয় পাকিস্তান কাউন্টার টেররিজম অথরিটির ওয়েবসাইটে৷ সেখানে দেখা যায় ৬৬ জঙ্গি সংগঠনের নাম তালিকায় থাকলেও নাম নেই জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের৷

[গোপন তথ্য ফাঁসের আশঙ্কা, ট্রাম্পের মোবাইলে আড়ি পাতছে চিন-রাশিয়া!]

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক প্রেসিডেন্টে সিদ্ধান্তের বিরোধিতা করে ইসলামাবাদ হাই কোর্টে মামলা দায়ের করে হাফিজ সইদ৷ তার হয়ে কোর্টে হাজিরা দেন দুই আইনজীবী, রাজা রাজওয়ান আব্বাসি ও সোহেল ওয়ারিচ৷ তারা আদালতকে জানান, অর্ডিন্যান্স জারির পর একটি নির্দিষ্ট দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করতে হত পাক সরকারকে৷ এরজন্য পাক সরকারকে ওই অর্ডিন্যান্স পার্লামেন্টে পেশ করতে হত এবং সেখান থেকে পাশ করিয়ে তা আইনে পরিণত করতে হত৷ তারপরই জামাত-উল-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন আইনত ভাবে জঙ্গি সংগঠনের তকমা পেত৷ কিন্তু কিছুই করা হয়নি বলে জানা গিয়েছে৷ ফলে এরপরেই মেয়াদ শেষ হওয়ার কারণে ওই অর্ডিন্যান্সকে বাতিল বলে ঘোষণা করে আদালত৷ ফলে আন্তর্জাতিক জঙ্গি তালিকা থেকে বাদ যায় দুটি সন্ত্রাসবাদী সংগঠন৷

The post আদালতের রায়ে পাকিস্তানে আর নিষিদ্ধ নয় হাফিজের জঙ্গি সংগঠন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement