shono
Advertisement

১৪ ফেব্রুয়ারি পালন করতে হবে সিস্টার’স ডে! আজব নির্দেশ বিশ্ববিদ্যালয়ের

ভ্যালেন্টাইনস ডে ইসলামের পরিপন্থী, মত উপাচার্যের৷ The post ১৪ ফেব্রুয়ারি পালন করতে হবে সিস্টার’স ডে! আজব নির্দেশ বিশ্ববিদ্যালয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 PM Jan 14, 2019Updated: 09:36 PM Jan 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভ্যালেন্টাইনস ডে’ নয় ওইদিন পালন করতে হবে ‘সিস্টারস ডে’৷ এমনই অবাক করার মতো নির্দেশিকা জারি করলেন পাক ফয়সলাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাফর ইকবাল রান্ডোয়া৷ তাঁর মতে, ইসলাম ও পাকিস্তানের ঐতিহ্য রক্ষার্থে এই কাজ করা উচিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের৷

Advertisement

[গাছের ফোকরে বইপত্তর, মার্কিন মুলুকে ভিন্ন গ্রন্থাগারের খোঁজ ]

১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ‘প্রেম দিবস’ বা ‘ভ্যালেন্টাইনস ডে’৷ কিন্তু এতে আপত্তি জানিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ তিনি বলেন, ‘‘এ কাজ ইসলামের পরিপন্থী৷ প্রকাশ্যে প্রেম নিবেদন করা থেকে যুগলদের বিরত থাকা উচিত৷ তাই, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইস ডে’র বদলে সিস্টার ডে পালন করবে ফয়সলাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়৷ ওইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পোশাক ও বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হবে৷’’ তাঁর এই আদৌ কতটা মানবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সেই বিষয়ে ধন্দে রয়েছেন তিনি৷ তবে এই পরিকল্পনা সফল হবে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে উপাচার্য জাফর ইকবাল রান্ডোয়ার দাবি৷

[বিপাকে ইমরান, ‘মিত্র তালিকা’ থেকে পাকিস্তানকে ছাঁটতে তৎপর ট্রাম্প প্রশাসন]

অনেক দিন ধরেই ভ্যালেন্টাইনস ডে পালন নিয়ে মতানৈক্য রয়েছে পাকিস্তানে৷ দেশের একাংশ এই দিন উদযাপনের বিরোধিতা করে৷ তেমনই একাংশ আবার এর পক্ষে৷ ২০১৭ ও ২০১৮-তে দেশজুড়ে ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছিল ইসলামাবাদ হাই কোর্ট৷ এমনকি, সংবাদ মাধ্যমকেও কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছিল, ‘প্রেম দিবস’ সংক্রান্ত কোনও প্রচারমূলক অনুষ্ঠান করা যাবে না৷ ছাপা যাবে না এই দিনের কোনও খবরও৷ তৎকালীন পাক প্রেসিডেন্ট মামনুন হুসেনও দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন ভ্যালেন্টাইনস ডে পালন না করার৷ তাঁরও যুক্তি ছিল, এই দিনটি ইসলামের পরিপন্থী৷ পশ্চিমী সংস্কৃতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে৷ কিন্তু ইসলামের সঙ্গে নেই৷

The post ১৪ ফেব্রুয়ারি পালন করতে হবে সিস্টার’স ডে! আজব নির্দেশ বিশ্ববিদ্যালয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement