shono
Advertisement

মুসলিম যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানে গুলি করে খুন খ্রিস্টান যুবতীকে

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়।
Posted: 04:46 PM Dec 06, 2020Updated: 09:10 PM Dec 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ফের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মুসলিম যুবকের (Muslim Youth) বিয়ের প্রস্তাব ফেরানোয় প্রকাশ্যে গুলি করে খুন করা হল খ্রিস্টান যুবতীকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাওয়ালপিন্ডির এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম সোনিয়া। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। শাহজাদ তাঁকে বিয়ে করতে চেয়েছিল। পরিবারের কাছে সেই প্রস্তাবও পাঠানো হয়। কিন্তু সোনিয়ার পরিবার সেই প্রস্তাব খারিজ করে দেয়। ফয়জন নামে এক যুবকের সঙ্গে সোনিয়ার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বলে খবর। প্রস্তাব ফেরানোয় রাস্তাতেই সোনিয়াকে গুলি করে মারল শাহজাদ। ফয়জনের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিলেন সোনিয়া। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় শাহজাদ।

[আরও পড়ুন : ভারতকে চাপে রাখার চেষ্টা! অরুণাচল প্রদেশের কাছে তিনটে গ্রাম বানিয়েছে চিন]

শাহজাদের মা বিয়ের প্রস্তাব পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে জানিয়েছেন, সোনিয়ার বাবা-মা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সোনিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের ছেলে এমন ঘটনা ঘটবে, তা তাঁরা ভাবতেও পারেননি।

এবারই প্রথম নয়, এর আগেও ইমরান খানের দেশে বিভিন্ন ইস্যুতে সংখ্যালঘুদের উপর অত্যাচার করার খবর সামনে এসেছে। গত মাসের ১১ তারিখ ইসলাম ধর্মের সমালোচনা করায় খুন করা হয় মা-ছেলেকে। অভিযোগ, তাঁরা ইসলাম (Islam) ধর্মের সমালোচনা করেছিলেন। তাই তাঁদের উপর হামলা চালায় প্রতিবেশীরা। 

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে নিপীড়নের মাত্রা কতটা ভয়াবহ তা প্রকাশ্যে এসেছে এক সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, দেশটিতে হওয়া মোট ধর্মান্তকরণের ঘটনার ৫২ শতাংশই ঘটেছে পাঞ্জাব প্রদেশে। জানা যায়, সংখ্যালঘু মহিলা, বিশেষ করে নাবালিকাদের ধর্মান্তরণের হার সবচেয়ে বেশি পাঞ্জাব প্রদেশে। মহিলা, বিশেষ করে নাবালিকারা সবচেয়ে বেশি ধর্মান্তরণের শিকার। ১৯৭৩ সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতার বিষয়টি লঙ্ঘন করে পাঞ্জাব প্রদেশে ধর্মান্তরণের ঘটনা আকছার ঘটে।

[আরও পড়ুন : উলটপুরাণ! রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিতে উত্তাল নেপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement