shono
Advertisement

Breaking News

অধিবেশনের সময়ই মহিলা সাংসদকে যৌন হেনস্তা পাক মন্ত্রীর

এ কেমন দেশ? The post অধিবেশনের সময়ই মহিলা সাংসদকে যৌন হেনস্তা পাক মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:48 PM Jan 25, 2017Updated: 11:15 AM Jan 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পার্লামেন্টের ভিতরেই পাক মহিলা সাংসদকে হেনস্তার অভিযোগ উঠল৷ পাকিস্তান পার্লামেন্টের সদস্য নুসরত সহর আব্বাসিকে অধিবেশন চলাকালীনই হেনস্তার মুখে পরতে হয়৷ পার্লামেন্টের পুরুষ সাংসদরা এই অপরাধ করেছেন বলে দাবি করেছেন নুসরত৷

Advertisement

নুসরত দাবি করেছেন, অধিবেশন চলাকালীনই তাঁকে হেনস্তা করেন পুরুষ সাংসদরা৷ এই ঘটনার বিরুদ্ধে সরব হলে উল্টে তাঁকেই পাল্টা আক্রমন করেন বাকি সাংসদরা, এমনটাও অভিযোগ নুসরতের৷ পাকিস্তানের সিন্ধু অঞ্চলের সাংসদ নুসরত জানিয়েছেন, গত শুক্রবার প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান৷ সেখানে নুসরত হাজির হলে তাঁকে যৌন হেনস্তা করেন মন্ত্রী বলে নুসরতের অভিযোগ৷ ঘটনাটি সম্পর্কে নুসরত সংসদের ডেপুটি স্পিকারের কাছে অভিযোগ জানান৷ কিন্তু একজন মহিলা সত্বেও তিনি ওই মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি৷ আর এরপরই আত্মহত্যার হুমকি দেন সিন্ধু প্রদেশের সাংসদ৷ গত শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ঘটনাটির বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিলে তিনি আত্মহত্যা করবেন৷

আর এরপরই বিষয়টিতে ফেডারেল দল হস্তক্ষেপ করে৷ চাপের মুখে মন্ত্রী পিতাফি ক্ষমা চাইতে বাধ্য হন৷

ঘটনায় অপমানিত এবং বিরক্ত আব্বাসি জানিয়েছেন, যেখানে সংসদের ভিতরেই মহিলারা সুরক্ষিত নন, সেখানে দেশে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা কতটা জোড়াল তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই৷

(কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ করে শাস্তির মুখে ২ মহিলা অ্যাঙ্কর)

The post অধিবেশনের সময়ই মহিলা সাংসদকে যৌন হেনস্তা পাক মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement