সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম বিয়ে করার আগে যেকোনও মানুষেরই উত্তেজনা থাকে লাগামছাড়া। কিন্তু বিয়ে করার পর সেই উত্তেজনা যেন কোথায় চলে যায়। দ্বিতীয় বিয়ের (Marriage) কথা বললেই সংজ্ঞা হারানোর জোগাড় হন অনেকেই। তাই তো কথায় বলে, নেড়া বেলতলায় একবারই যায়। কিন্তু পাকিস্তানের এক ব্যতিক্রমী যুবক সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তিনি একবার নয়, এই নিয়ে চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এবার তাঁকে পাত্রী খুঁজতে সাহায্য করছেন নিজের তিন স্ত্রী।
পাকিস্তানের (Pakistan) শিয়ালকোটের বাসিন্দা আদনান। প্রথমবার মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় তাঁর। ছাত্রাবস্থাতেই প্রথম বিয়ে হয় তাঁর। স্ত্রী সম্বলের সঙ্গে বেশ সুখেই দিন কাটছিল। তা সত্ত্বেও চার বছর কাটতে না কাটতেই দ্বিতীয় বিয়ের কথা ভাবেন তিনি। যেমন ভাবনা, তেমনই কাজ। দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন আদনান। বাড়িতে নিয়ে আসেন শাবানাকে। গত বছর তৃতীয় বিয়ে সেরেছেন পাকিস্তানি যুবক। শাহিদা হলেন তাঁর তৃতীয় স্ত্রী। বর্তমানে পাঁচ সন্তানের বাবা আদনান। প্রথম স্ত্রীর তিনটি, দ্বিতীয় স্ত্রীর নিজের বলতে একটিই সন্তান। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সন্তান দত্তকও নিয়েছেন আদনান। তৃতীয় স্ত্রীর কোনও সন্তান নেই। এবার পালা চতুর্থ বিয়ের।