সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাফার এক্সপ্রেস অপহরণ ও বহু প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের হামলার শিকার পাকিস্তান। শনিবার সকালে বালোচিস্তানের তুরবত অঞ্চলে সেনার কনভয়ে আইইডি হামলার ঘটনা ঘটল। চিন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের (সিপিইসি) উপর দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় বহু সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর। যদিও পাক সরকারের তরফে এই বিষয়ে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বালচিস্তানে বালোচ লিবারেশন আর্মির তরফে জাফার এক্সপ্রেস অপহরণের পর ওই অঞ্চলে সেনা তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। শনিবার চিন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের ধরে দক্ষিণ বালোচিস্তানের দিকে যাচ্ছিল সেনা কনভয়। ঠিক সেই সময় সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ চালানো হয়। এখনও পর্যন্ত কোনও সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। যদিও অনুমান করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও পালটা বিদ্রোহীদের তরফে জানানো হয়, ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হয়েছে। এরা সকলেই পাক সেনার সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় পাক সেনা যদি তাঁদের উপর হামলার চেষ্টা করে তাহলে তাঁদের পরবর্তী টার্গেট হবে ইসলামাবাদ। সেই হুঁশিয়ারির মাঝেই এই হামলা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, গত শুক্রবারও খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ওইদিন দুপুরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হন অনেকে। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও সংগঠন নেয়নি। অনুমান করা হচ্ছে এই ঘটনার নেপথ্যেও বালোচ বিদ্রোহীরা।