সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুকে হাতিয়ার করে আবারও পাকিস্তানকে কোণঠাসা করল ভারত। শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পড়শি দেশকে কার্যত তুলোধোনা করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর সাফ কথা, যে দেশে হাফিজ সইদের মতো ঘোষিত জঙ্গি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, যারা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়, তাদের সঙ্গে কথা বলা অসম্ভব। পাকিস্তানের মুখে এক, কাজে আর এক। সুষমার অবস্থান বুঝিয়ে দিচ্ছে, আগামী কয়েক মাসে ভারত সুর নরম তো করবেই না। উল্টে পাক-বিরোধী অবস্থান আরও তীব্র করতে চলেছে নয়াদিল্লি।
[শরিফের শখের মোষ বেচে অর্থনীতির হাল ফেরাচ্ছেন ইমরান]
সম্প্রতি দু’দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তি পালন করা হচ্ছে ঘটা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবারই ইঙ্গিত দিয়েছেন ফের সার্জিক্যাল স্ট্রাইকের। এমত পরিস্থিতিতে, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিজের বক্তব্যে সন্ত্রাসবাদ থেকে শুরু করে সীমান্তে পাক সেনার বর্বরতা সমস্ত ইস্যুকে ছুঁয়ে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সুষমা বলেন, “পাকিস্তান সন্ত্রাসে শুধু মদতই দেয় না, তাকে মহিমান্বিতও করে। সন্ত্রাসবাদীদের নামে ডাকটিকিট বের হয়। স্বাধীনতা সংগ্রামীর তকমা দেওয়া হয়। এমন দেশের সঙ্গে শান্তি বৈঠকে কী লাভ?’’ সুষমার দাবি, ভারত আলোচনায় বসতে রাজি নয় বলে ইসলামাবাদ অভিযোগ করছে। তা ডাহা মিথ্যা। বহুবার ভারতের উদ্যোগেই দুই পড়শি দেশের মধ্যে কথা শুরু হয়েছিল। কিন্তু পাকিস্তানের জন্যই বার বার তা ভেস্তে গিয়েছে। সুষমার কথায়, “একদিকে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছি। অন্যদিকে, এর সংজ্ঞা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি। সে জন্যই যাদের মাথার দাম ঘোষণা হয়েছে, এমন জঙ্গিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তাদের অর্থ দিয়ে, মদত দিয়ে ‘নায়ক’ বানাচ্ছে রাষ্ট্রসংঘেরই এক সদস্য। রাষ্ট্রসংঘকে সন্ত্রাসবাদের সংজ্ঞা ঠিক করতে হবে। শুধু জঙ্গিদের তালিকা বানিয়ে লাভ নেই।”
[রাষ্ট্রসংঘের মঞ্চে পাক বিদেশমন্ত্রীকে দেখে মুখ ফেরালেন সুষমা]
আগাগোড়া আক্রমণাত্মক সুষমা এদিন ৯/১১-এর মূল চক্রী লাদেন, কুখ্যাত পাক জঙ্গিনেতা তথা জামাত-উল-দাওয়া প্রধান হাফিজ সইদের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, “লাদেনকে বিশ্বের নানা প্রান্তে খুঁজছিল আমেরিকা। কিন্তু শেষপর্যন্ত তাকে পাওয়া গেল ‘বন্ধু’ পাকিস্তানের অ্যাবোটাবাদে। এরপরও কোনও অনুতাপ নেই ইসলামাবাদের।” সুষমার হুঁশিয়ারি, পাকিস্তান যেভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে, তা ভবিষ্যতে গোটা বিশ্বের জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি করবে। ভারতের বিদেশমন্ত্রীর ঝাঁজালো বক্তব্যের পরেই মুখ খোলেন কোনঠাসা পাকিস্তান। তাদের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আক্রমণ করে নয়াদিল্লিকে। অভিযোগ করে, ভারতের আচরণের জন্যই দুই দেশের মধ্যে আলোচনায় বসা সম্ভবপর হচ্ছে না। আলোচনায় বসলে কথাবার্তার মাধ্যমে অনেক সমস্যার সমাধান পাওয়া যেত বলে তাঁর দাবি। সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্যের পরই বক্তব্য পেশ করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাদের আস্তিনের তাস হিসাবে কাশ্মীর সমস্যাকে ব্যবহার করেছেন তিনি। যার মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত নয়াদিল্লিও৷
The post ‘বুরহান, হাফিজদের বীরের সম্মান দিচ্ছে ওরা’, রাষ্ট্রসংঘে সুষমার তোপের মুখে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.