-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Palak tiwari rumored girlfriend of ibrahim ali khan turns up the heat in vacation pictures
এই সুন্দরীর শরীরী দুষ্টুমিতেই ঘায়েল সইফপুত্র! জানেন কার মেয়ে পলক?
সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
Tap to expand
মাখন শরীরে দুষ্টুমির প্রশ্রয়। এতেই হয়তো সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিমের মন কেড়েছেন পলক তিওয়ারি।
Tap to expand
গ্ল্যামার দুনিয়া পলকের ছোটবেলা থেকেই চেনা। কারণ তাঁর মা হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
Tap to expand
শ্বেতার প্রথম স্বামী রাজা চৌধুরী পলকের বাবা। রাজাও ভোজপুরী সিনেমার পরিচিত মুখ। মা-বাবার মতোই পলক অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
Tap to expand
২০২১ সালে মুক্তি পাওয়া 'রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার'-এর মাধ্যমে পলকের অভিনয় সফর শুরু হয়। সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাতেও দেখা যায় তাঁকে।
Tap to expand
তবে অভিনয়ের চেয়ে বেশি সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে প্রেম নিয়েই বেশি চর্চায় থেকেছেন পলক। মাঝে মধ্যেই একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে দুজনকে। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 06:01 PM Jul 06, 2024Updated: 06:01 PM Jul 06, 2024
সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।