shono
Advertisement

সস্তায় শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন আনল প্যানাসনিক

সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫,০০০ mAh ব্যাটারি ব্যাকআপ৷ যা প্যানাসনিকের এই অত্যাধুনিক মডেলকে জোগাবে অফুরান প্রাণশক্তি৷ The post সস্তায় শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন আনল প্যানাসনিক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 AM Jun 19, 2016Updated: 09:22 PM Jun 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের বাজারে ‘ফেল কড়ি, মাখো তেল’ প্রবাদকে হারিয়ে দিতে তৈরি প্যানাসনিক৷ তাই কম দামেই শক্তিশালী ব্যাটারি সম্পন্ন অত্যাধুনিক P75 মডেল নিয়ে এল এই জাপানি কোম্পানি৷ মাত্র ৫,৯০০ টাকা মূল্যের এই ফোনে পাওয়া যাবে-

Advertisement

  • ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে স্ক্রিন৷
  • অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম৷
  • ১.৩GHz  কোয়াড-কোর প্রসেসর৷
  • ১ জিবি ব়্যাম৷
  • ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে৷
  • ৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷
  • সঙ্গে এলইডি ফ্ল্যাশ৷

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫,০০০ mAh ব্যাটারি ব্যাকআপ৷ যা প্যানাসনিকের এই অত্যাধুনিক মডেলকে  জোগাবে অফুরান প্রাণশক্তি৷

The post সস্তায় শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোন আনল প্যানাসনিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement