রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচন নিয়ে খোঁজখবর নিতে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, সুকান্ত মজুমদার যখন উত্তরবঙ্গে ভোটের প্রচারে, তখন হঠাৎই দুপুরে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে যাবতীয় খুঁটিনাটি দলের রাজ্য সভাপতির কাছে জানতে চেয়েছেন শাহ। নিবাচন কমিশনারের ভূমিকা কী? পুলিশ কী করছে? কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, সবটাই জানতে চান অমিত শাহ। দলের কর্মীরা কোথাও আক্রান্ত কিনা, কতজনের প্রাণ গিয়েছে, কতজন ঘরছাড়া, সব কিছু নিয়েই তথ্য চান শাহ। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী, এবং কর্মীরা যেভাবে লড়াই করছেন, সেটার প্রশংসাও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।
[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত! অমিত শাহর নয়া পদক্ষেপে জল্পনা]
বিজেপি সূত্রের খবর, সুকান্ত মজুমদার রাজ্যের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন, “নির্বাচনের দিন শাসকদলের আক্রমণ বাড়বে। গণনার আগে বহু জায়গায় ব্যালট বক্স বদলের চেষ্টা হতে পারে। এই জন্য জাল ব্যালট পেপার তৈরি করা হচছে বলে তাদের কাছে খবর রয়েছে।” রাজ্যপাল বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তা নিয়েও কথা হয় দুজনের মধ্যে।
[আরও পড়ুন: ‘ভূতুড়ে কর্মী’ এড়াতে রেলে এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স]
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই খোঁজ নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। সার্বিকভাবে বিজেপি যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে শাহের বারবারের খোঁজ নেওয়া দেখে। এমনটাই মত রাজনৈতিক মহলের।