shono
Advertisement

Panchayat Election 2023: প্রচারে বেরিয়ে বারবার একই অভিযোগের মুখে, ‘বিরক্ত’ TMC সাংসদ শতাব্দী

'একই প্রশ্নের উত্তর বারবার দিতে ভাল লাগছে না', বললেন শতাব্দী রায়।
Posted: 04:51 PM Jun 27, 2023Updated: 05:50 PM Jun 27, 2023

নন্দন দত্ত, সিউড়ি: আবারও পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের মানুষের অভিযোগ, তাঁরা পানীয় জল-সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন সাংসদ। তাতেও ক্ষোভ মেটানো যায়নি। সাংবাদিকদের প্রশ্নের মুখে বিরক্ত শতাব্দী। বললেন, “একই প্রশ্নের উত্তর বারবার দিতে ভাল লাগছে না।”

Advertisement

মঙ্গলবার সকালে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের মন্দিরে পুজো দেন শতাব্দী রায়। সেখান থেকে বেরিয়ে হেঁটে সভাস্থলে যাচ্ছিলেন তিনি। সেইসময় তাঁকে ঘিরে ধরে গ্রামবাসীরা অভাব-অভিযোগ জানাতে থাকেন। গ্রামবাসী বন্দনা রায় অভিযোগ করেন, “তাঁরা জল পাচ্ছেন না। জলের সমস্যা মেটাতে কিছুই কাজ হয়নি। মিলছে না বার্ধক্যভাতাও। গ্রামবাসীর প্রশ্ন, “কোনও কাজই তো হয়নি। কোন কাজটা করে দিয়েছেন?” ক্ষোভ মেটানোর চেষ্টা করেন সাংসদ।

[আরও পড়ুন: ভারতীয় সেনায় লুকিয়ে পাক নাগরিক? সিআইডির সঙ্গে তদন্তে সিবিআইও, নির্দেশ হাই কোর্টের]

 

এরপর সাংবাদিকরা তাঁর কাছে বিষটি সম্পর্কে জানতে চাইলে সাংসদের সহাস্য জবাব, “একই প্রশ্নের উত্তর বারবার দিতে ভাল লাগছে না। নতুন কোনও প্রশ্ন থাকলে বলুন।” পরে অবশ্য একান্তে তিনি জানিয়েছেন, “মানুষের অভাব-অভিযোগ জানতেই তো রাস্তায় নামা। তাই তাঁদের কথা শুনছি। চেষ্টা করছি সমস্যা মেটানোর।” তবে এই ঘটনাকে সাধারণ মানুষের ক্ষোভ বলে নারাজ সাংসদ। এটা মানুষ অভাব-অভিযোগ মাত্র। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী রায়। ক্ষোভের মুখে তাঁকে মেজাজ হারাতেও দেখা গিয়েছে। 

[আরও পড়ুন: ভোটের মুখে বাড়ি থেকে উদ্ধার প্রচুর বোমার সরঞ্জাম, গ্রেপ্তার TMC প্রার্থীর স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার