সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ৷ আবার কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা৷ এবার চার মাসের এক শিশুর মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ফুলবাগান থানায়৷
[সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর]
জানা গিয়েছে, ১৭ এপ্রিল কোলোনোস্কোপির জন্য চার মাসের শিশুকন্যাকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে৷ অভিযোগ, পরীক্ষার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা খেতে না দিয়ে ফেলে রাখা হয়েছিল শিশুটিকে৷ এর পর অ্যানাস্থেসিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে সে৷ যার ফলে তাকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ পরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে৷ পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে শিশুর৷
[যাদবপুরের খাবারের দোকানে আগুন, মৃত ১]
এই ঘটনার জেরেই বুধবার হাসপাতাল চত্বরে চড়াও হন মৃত শিশুর আত্মীয়-পরিজনরা৷ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চলে৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশবাহিনি৷
[পারলে সতীদাহও ফিরিয়ে আনুক হিন্দুরা, ব্যঙ্গ আজম খানের]
The post শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগ, ভাঙচুর অ্যাপোলোয় appeared first on Sangbad Pratidin.