সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা পঙ্কজ ত্রিপাঠীর পথ অনুসরণ করে এবার বলিউডে পা রাখলেন কন্যা আশি ত্রিপাঠী। একটি মিউজিক ভিডিওতে কাজ করে অভিনয়ে হাতেখড়ি হল তাঁর। 'রং ডারো' শীর্ষক মিউজিক ভিডিওটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। তারপরই সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়া তথা দর্শক মহলে। স্বাভাবিক ভাবেই বাবা হিসাবে গর্বিত পঙ্কজ।

মেয়ের নতুন পথচলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাবা পঙ্কজ। আশির প্রথম মিউজিক ভিডিও দেখে খানিকটা আবেগঘনই হয়ে পড়েছেন অভিনেতা। প্রতিক্রিয়ায় নিজেই জানিয়েছেন, "ওকে পর্দায় দেখাটা আমাদের জন্য সত্যিই আবেগের এবং গর্বের বিষয়। ছোট থেকেই আশির পারফরমিং আর্টের প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তাই প্রথম কাজেই ওকে এত সহজ স্বাভাবিক অভিব্যক্তি প্রকাশ করতে দেখে খুবই ভালো লাগছে। যদিও এটা আশির প্রথম কাজ, তবে ভবিষ্যতে ও কতদূর এগোয় তা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম।"
আশির অভিনয়ের ব্যাপারে প্রথম প্রস্তাবটি এসেছিল অবশ্য পঙ্কজের স্ত্রী মৃদুলার কাছে। সেই বিষয়ে কথা বলতে গিয়ে পঙ্কজের স্ত্রী মৃদুলা জানিয়েছেন, "আমরা চাইছিলাম আশি এমন কোনও কাজ করুক, যা ওর শিল্পীসত্তার সঙ্গে মানানসই হবে। রং ডারো এমন একটা প্রজেক্ট যেখানে জীবনের প্রতিটি অনুভূতিকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আশি কীভাবে নিজের পথ খুঁজে সাফল্যের দিকে এগিয়ে যায় তার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি।"
উল্লেখ্য আশি অভিনীত 'রং ডারো' মিউজিক ভিডিওটি জার পিকচার্সের তরফে প্রকাশিত হয়েছে। এখানে আশিকে একজন মডেলের ভূমিকায় দেখা যাচ্ছে, যিনি এক চিত্রশিল্পীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন। মৈনাক ভট্টাচার্য ও সঞ্জনা রামনারায়ণের গাওয়া মিউজিক ভিডিওর গানটিতে সুর দিয়েছেন অভিনব আর কৌশিক।