shono
Advertisement

নেটদুনিয়ায় ভাইরাল মোদির ‘চাওয়ালা’মিম, সরব হয়েও পিছু হটলেন পরেশ

দেখে নিন সেই টুইট যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে৷ The post নেটদুনিয়ায় ভাইরাল মোদির ‘চাওয়ালা’ মিম, সরব হয়েও পিছু হটলেন পরেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:15 AM Nov 22, 2017Updated: 12:43 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইট করেই ভুল বুঝতে পারেন৷ বুঝতে পারেন যে এই টুইটের ফলে বির্তকের ঝড় উঠতে পারে৷ আর সেই কারণে তড়িঘড়ি টুইটটি মুছে ফেলে ক্ষমা চেয়ে নিলেন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল৷

Advertisement

ঘটনাটি আরও বিস্তারিতভাবে বলা যাক৷ ভারতীয় যুব কংগ্রেসের ‘যুব দেশ’ নামের ম্যাগাজিনের একটি মিমকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷ একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথপোকথনে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে৷ কী কথা হচ্ছে তাঁদের? মোদি ট্রাম্প ও টোরেসা মেকে বলছেন, তাঁকে নিয়ে অদ্ভুত কিছু ‘মেমে’ বানানো হয়৷ উত্তরে ট্রাম্প বলছেন, শব্দটা মেমে নয়৷ মিম৷ মোদিকে কটাক্ষ করে টেরেসার জবাব, ‘তুই চা বিক্রি কর৷’ এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যে ছবির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন অভিনেতা পরেশ রাওয়াল৷ টুইটারে তিনি লেখেন, “আমাদের চাওয়ালা বারওয়ালাদের থেকে অনেক ভাল৷” তবে পর মুহূর্তেই বুঝতে পারেন, তাঁর এমন মন্তব্য মানুষের আবেগে আঘাত করতে পারে৷ তাই সেই টুইটটি মুছে ফেলে অন্য একটি টুইট করে ক্ষমা চেয়ে নেন৷ লেখেন, “আগের টুইটটি ডিলিট করে দিয়েছি৷ কারও আবেগে আঘাত করতে চাইনি৷”

[কাশ্মীরের হান্দওয়ারায় সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি]

তবে মোদিকে নিয়ে যে প্রথমবার এমন ঠাট্টা করা হল তা নয়৷ এর আগেও এমন ঘটনায় প্রধানমন্ত্রীর নাম জড়িয়েছে৷ মোদিকে নিয়ে নেটদুনিয়ায় এই মিম ছড়িয়ে পড়ার পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি৷ প্রশ্ন তোলেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ঠাট্টা কি সত্যিই সমর্থন করেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী? কংগ্রেসের তরফেও অনলাইন ম্যাগাজিনের এমন অপমানকর মিমের নিন্দা করে বলা হয়, প্রধানমন্ত্রী এবং সমস্ত বিরোধী দলের প্রতি শ্রদ্ধা রয়েছে তাদের৷ শেষমেশ ‘যুব দেশ’-এ প্রকাশিত সেই মিমটি মুছে ফেলা হয়৷

[ডুডলে ভারতীয় প্রতিভাবান নারীকে শ্রদ্ধা গুগলের, জানেন কে ইনি?]

The post নেটদুনিয়ায় ভাইরাল মোদির ‘চাওয়ালা’ মিম, সরব হয়েও পিছু হটলেন পরেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement