shono
Advertisement

মুখ ফিরিয়েছেন গ্রাহকরা, বন্ধ হচ্ছে প্যারিসের বিখ্যাত নগ্ন রেস্তরাঁ

ভুল প্রমাণিত হয়েছে মালিকের ধারণা। The post মুখ ফিরিয়েছেন গ্রাহকরা, বন্ধ হচ্ছে প্যারিসের বিখ্যাত নগ্ন রেস্তরাঁ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Jan 09, 2019Updated: 05:29 PM Jan 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালু হওয়ার ১৫ মাসের মধ্যেই ঝাঁপ বন্ধ হচ্ছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তরাঁ O’nature-এর৷ সূত্রের খবর, যে লক্ষ্মীলাভের আশায় রেস্তরাঁটি খোলা হয়েছিল৷ পনেরো মাস কেটে গেলেও, সেই পরিমাণ অর্থ উপার্জন করা যায়নি৷ মুখ ফিরিয়েছেন দর্শকরা৷ ফলে লোকসানে চলা রেস্তরাঁটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক মাইক ও স্টিফনি সাডা৷ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হচ্ছে রেস্তরাঁটি৷

Advertisement

[ধর্মঘটীদের খোয়াতে হবে নাগরিকত্ব, হুঁশিয়ারি ফরাসি প্রধানমন্ত্রীর]

২০১৭-র নভেম্বরে প্যারিসে চালু হয়েছিল বিশ্বের নগ্ন-রেস্তরাঁ O’nature। শুরুর দিকে এই রেস্তরাঁকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল৷ রেস্তরাঁর অভিনব থিম’ই ছিল প্রচারের মূল রসদ৷ পোশাক, ফোন ও অন্যান্য সামগ্রী বাইরে জমা করে রেখে, তবেই এই রেস্তরাঁয় প্রবেশ করতে হত গ্রাহকদের৷ এটাই ছিল রেস্তরাঁর প্রধান শর্ত৷ ঢোকার সময় প্রত্যেককে একটি করে জুতো দেওয়া হত৷ একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা, ছাড়াও ছিল একান্তে সময় কাটানোর সুযোগ৷ খাবার থেকে শুরু করে রেস্তরাঁর সাজসজ্জা, প্রত্যেকটি বিষয়েই বেশ অভিনবত্ব এনেছিলেন মালিকরা৷ সমগ্র রেস্তরাঁটি ছিল বড় বড় পর্দা দিয়ে মোড়া৷ সঙ্গে রয়েছে নানা রঙের আলো৷ বেশ একটা মায়াবী পরিবেশ৷

[তিব্বতে বিপুল সমরসজ্জা চিনের, মোতায়েন শক্তিশালী হাউৎজার কামান]

মালিকপক্ষের ধারনা ছিল নগ্ন বিচের মতো, নগ্ন রেস্তরাঁ হটকেকের মতো গ্রহণ করবেন সাধারণ মানুষ৷ বিশেষ করে, প্যারিসে ঘুরতে এসে একবার অন্তত তাঁদের রেস্তরাঁতে ঢুঁ মারবেন দেশ-বিদেশের পর্যটকরা৷ কিন্তু তাঁদের এই ধারনা ভুল প্রমাণিত হয়েছে৷ আশানুরূপ ফলাফল পাননি রেস্তরাঁর মালিক মাইক ও স্টিফনি সাডা৷

The post মুখ ফিরিয়েছেন গ্রাহকরা, বন্ধ হচ্ছে প্যারিসের বিখ্যাত নগ্ন রেস্তরাঁ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement