সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক মঞ্চ থেকে সিঙ্গলসের লড়াইয়ে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। যে লাল সুরকির কোর্ট ছিল তাঁর সবচেয়ে প্রিয়, সেখানেই একতরফা ভাবে হেরেছেন নোভাক জকোভিচের (Novak Djokovic) কাছে। খেলা চলাকালীন খুব কম সময়ই মনে হয়েছে নাদাল ম্যাচে ফিরতে পারেন। স্বাভাবিকভাবেই উঠছে তাঁর অবসরের প্রশ্নও। কিন্তু সেই প্রশ্নে বিস্ফোরক উত্তর দিলেন ২২টি গ্র্যান্ড স্লামের মালিক।
অলিম্পিকের (Paris Olympics 2024) দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন জোকার ও নাদাল। ক্লে কোর্টের 'রাজা' নাদাল সেখানে আত্মসমর্পণ করলেন জোকারের কাছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬০তম লড়াইটা খুব সহজেই জিতে নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি। অলিম্পিকে জোকার ৬-১,৬-৪-এ জিতলেন দাপট দেখিয়ে। বোঝাই যাচ্ছিল সেরা সময়টা বহু পিছনে ফেলে এসেছেন নাদাল। টানা চোট ও বয়স যে তাঁর খেলায় প্রভাব ফেলেছে, এটা লুকনো যাচ্ছিল না।
[আরও পড়ুন: দেশের প্রথম টেবিল টেনিস তারকা হিসেবে ইতিহাস, অলিম্পিকে নয়া নজির মণিকা বাত্রার]
ইতিমধ্যেই জল্পনা চলছে তাঁর অবসর নিয়ে। আর কতদিন টেনিস চালিয়ে যাবেন নাদাল? সেই প্রশ্ন উঠতেই বিস্ফোরণ ঘটালেন স্প্যানিশ কিংবদন্তি। তিনি বলেন, "তোমরা প্রত্যেক দিনই চাও আমি অবসর ঘোষণা করি। আমি ভালো খেলার চেষ্টা করছি। আমি এই দ্বন্দ্বটা নিয়ে প্রতিদিন বাঁচতে চাই না যে, এটা আমার শেষ ম্যাচ নাকি আরও খেলব? গত দুবছরে আমি প্রচুর চোট পেয়েছি। যদি আমার নিজের মধ্যে জেতার তাগিদ না খুঁজে পাই, তাহলে খেলা ছেড়ে দেব। তখন ঠিকই জানাব।"
[আরও পড়ুন: ভারতের জার্সিতে আর খেলবেন না বোপান্না, অলিম্পিকে হেরে সিদ্ধান্ত টেনিস তারকার]
সিঙ্গলস থেকে বিদায় নিলেও আলকারাজের জুটি বেঁধে ডাবলস খেলছেন। সেখানে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন। এর আগে অলিম্পিকে সোনাও পেয়েছেন নাদাল। ম্যাচের পর তিনি বলেন, "আমি যেটা চেয়েছি, সেটাই করেছি। এটা ঠিক যে খেলা ছাড়লে অ্যাড্রিনালিন ক্ষরণটা মিস করব। সেটা নিয়ে কোনও অভিযোগ নেই। এখানে গত ২০ বছর ধরে খেলছি। যা ভেবেছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। যদি এটাই আমার এখানে শেষ ম্যাচ হয়, তাতেও আমার ভালোই লাগবে। আমি নিজের সেরাটা দিয়ে এসেছি।" তাহলে কি ফের অবসর জল্পনাই উসকে দিলেন? উত্তরটা সময়ই দেবে।