shono
Advertisement

Breaking News

স্ত্রীকে সুবিধা পাইয়ে দিতে বাজেটে নয়া নীতি? তদন্ত শুরু ঋষি সুনাকের বিরুদ্ধে

দোষী প্রমাণিত হলে নিষেধাজ্ঞা জারি হতে পারে সুনাকের বিরুদ্ধে।
Posted: 02:43 PM Apr 18, 2023Updated: 02:43 PM Apr 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ (Britain) সরকারের তদন্তের মুখে পড়লেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। স্ত্রী অক্ষতা মূর্তিকে ব্যবসায় সুবিধা পাইয়ে দিতে নতুন বাজেট নীতি প্রণয়ন করেছেন, এমনই অভিযোগ উঠেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর (British Prime Minister) বিরুদ্ধে। সোমবার থেকেই সুনাকের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ব্রিটেনের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনার।

Advertisement

কোরু কিডস নামে একটি সংস্থা রয়েছে অক্ষতার (Akshata Murthy)। মূলত শিশুদের নিয়ে কাজ করে থাকে এই সংস্থাটি। গত মাসে বাজেট পেশ করার সময়ে এই ধরনের সংস্থাগুলির জন্য আলাদা প্রকল্প ঘোষণা করেন সুনাক। তারপরেই সুনাকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা।

[আরও পড়ুন: AI ব্যবহারের ফল, এবার পর্ন ছবিতে দেখা যেতে পারে আপনার মুখও! আশঙ্কা বিশেষজ্ঞদের]

তবে সেই সময়ে সুনাক বলেন, তাঁর কাজে কোনও অস্বচ্ছতা নেই। তা সত্ত্বেও সুনাকের বিরুদ্ধে তদন্ত শুরু করল পার্লামেন্টারি কমিটি। দোষী প্রমাণিত হলে সুনাকের উপর নানা নিষেধাজ্ঞা চাপানোরও ক্ষমতা রয়েছে এই কমিটির। তবে তদন্ত চলাকালীন সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

অন্যদিকে, তদন্ত শুরু হওয়ার পরেই এক ধাক্কায় ৫০০ কোটি টাকার সম্পত্তি খুইয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী। মাত্র একদিনের মধ্যেই বাজারে একলাফে কমে গিয়েছে ইনফোসিসের মূল্য। এই সংস্থার শেয়ারহোল্ডার হিসাবে লোকসানের মুখে পড়েছেন অক্ষতাও। তবে এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে কিছুই জানানো হয়নি।

[আরও পড়ুন: নারদ মামলা: তদন্ত শেষ করেনি CBI, FIR থেকে নাম বাদের আরজি নিয়ে হাই কোর্টে TMC সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement