shono
Advertisement

বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর

২০১৯ নাকি ৩০১৯? অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর৷ The post বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM Apr 26, 2017Updated: 07:58 AM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে এসেই তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নারদ কাণ্ড থেকে তোষণের রাজনীতি-কোনও তিরেই তৃণমূলকে বিঁধতে কসুর করেননি৷ এবার তার পাল্টা জবাব শোনা গেল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলায়৷ বাবরি কাণ্ডের তিরেই নারদ কাঁটা উপড়াতে চাইলেন তিনি৷

Advertisement

এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন নারদ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ৷ তাঁর সাফ কথা, তৃণমূলের নেতারা টাকা নিচ্ছেন এ তো গোটা দুনিয়া দেখেছে৷ এ কোনও মুখের অভিযোগ নয়৷ রীতিমতো প্রমাণ আছে৷ এর কী সাফাই দেবে তৃণমূল? প্রকারন্তরে তৃণমূলের নেতারা-মন্ত্রীরা এর পরেও কী করে পদে আছেন সে প্রশ্নই তুলেছিলেন তিনি৷ উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, সুপ্রিম কোর্ট তো বাবরি কাণ্ডেও বর্ষীয়ান বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা জারি রাখার রায় দিয়েছে৷ কই বিজেপি নেতারা পদত্যাগ করছেন না তো? প্রসঙ্গত লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর জোশির মতো নেতাদের পাশেই দল থাকবে বলে জানিয়েছিলেন অমিত শাহ৷ সে খোঁটা দিয়েই পার্থর জবাব, আসলে নিজেদের দিকে তাকিয়ে কেউ কথা বলে না৷

বিসর্জনের জন্যও আদালতের অনুমতি লাগছে কেন, প্রশ্ন অমিতের ]

এদিন মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে সরব হয়েছিলেন অমিত৷ পাল্টা জবাব দিয়ে পার্থ বলেন, উনিও তো নকশালবাড়িতে সংখ্যালঘুদের সঙ্গে দেখা করলেন৷ তাঁর প্রশ্ন, তাহলে কে কাকে তোষণ করছে? পাশাপাশি তাঁর অভিযোগ, বাংলায় এসে উনি কলাপাতায় আদিবাসীর সঙ্গে খাবার খেতে বসলেন৷ কিন্তু উত্তরবঙ্গের চা বাগানগুলির হাল ফেরানোর কোনও প্রয়াস দেখা গেল না৷ তাঁর দাবি, বিজেপির কোনও কর্মসূচি নেই৷ এই বাংলা কর্মসূচিতে চলে৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে গড়তে নিরলস পরিশ্রম করে চলেছেন, তার বিরোধিতা করতেই এই আগ্রাসন৷ তাঁর দাবি, মমতা বাংলাকে গড়তে চাইছেন, আর এরা ভাঙতে চাইছেন৷

চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী… ]

এদিন তৃণমূল সরকারকে কটাক্ষ করে অমিত শাহ বলেছিলেন, বাংলায় আর কোনও কারখানা নেই, স্রেফ বোমা বাঁধার কারখানা আছে৷ যে বাংলায় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, সেখানে স্রেফ বোমার ধামাকা শোনা যায়৷ জবাবে পার্থ বলেন, উনি ৩৪ বছরের ইতিহাস ভুলে গিয়েছেন৷ বাম জমানার বোমাবাজি, কর্মী খুন হওয়ার কথা ওঁর মনে নেই৷ তাই এই কথা বলছেন৷ কোন কালাপাহাড়কে সরিয়ে বাংলা শান্ত হয়েছে সে কথা বলছেন না৷ আর সে সময় বাংলার হাল ফেরাতে কোনও বিজেপি কর্মীকে দেখা যায়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছিলেন৷ আজও বাংলার উন্নতিতে তিনিই দিশা দেখাচ্ছেন৷ তাঁর সাফ জবাব, আসলে বিজেপির কোনও কর্মসূচি নেই৷ ২০১৯-এ বিজেপি সরকার ক্ষমতায় আসবে বলে জানিয়েছিলেন অমিত৷ পার্থর কটাক্ষ, ২০১৯ না ৩০১৯ হবে কে বলতে পারে৷ ধর্মের নামে অধর্ম এ রাজ্যের সংস্কৃতি যে নয়, তা ফের জানিয়ে দিলেন তিনি৷

The post বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement