সৌরভ মাজি, বর্ধমান: লোকাল ট্রেন দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেন পাস করানোর অভিযোগ। একদিন, দু’দিন নয়, নিয়মিত ঘটে এমন ঘটনা। এই অভিযোগে বুধবার সকালে ক্ষোভে ফেটে পড়লেন নিত্যযাত্রীরা। বর্ধমানের খানা জংশন স্টেশনে লাইনের উপর নেমে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত লোকাল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা।
জানা গিয়েছে, প্রতিদিনই খানা জংশন স্টেশনে লোকাল ট্রেনগুলিকে দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেন পাস করানো হয়। যা নিয়ে নিত্যযাত্রীদের মনে ক্ষোভ ছিলই। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে আসানসোল-বর্ধমান লোকাল খানা জংশনে ঢুকতেই সেটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কারণ, ওই সময় রাজধানী পাস হওয়ার কথা। প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয় বর্ধমান লোকালটিকে। এতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে রেল লাইনে বসে পড়েন তাঁরা। যার জেরে আটকে যায় রাজধানীও। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
[আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা! গ্রেপ্তার মাদ্রাসার শিক্ষক]
যাত্রী বিক্ষোভের জেরে একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন। ফলে প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অনেকেই বিক্ষোভের জেরে ট্রেন থেকে নেমে অন্য উপায়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় থাকেন অনেকে। যদিও আন্দোলনকারীরা সাফ জানান, তাঁদের দাবি পূরণ না হলে বিক্ষোভ চলবে। তবে রেলের তরফে অবিলম্বে বিক্ষোভ উঠিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয় বলে খবর। ঘণ্টাখানেক পর ওঠে অবরোধ।