সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো রেলের টানেল তৈরির সময় মর্মান্তিক দুর্ঘটনা বিহারের পাটনায়। টানেল তৈরির লোকো পিকআপ মেশিন পিষে দিল শ্রমিকদের। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আর ৮ জন। দ্রুত তাঁদের উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে।
বিহারের পাটনা শহরে মেট্রো প্রকল্পের কাজ চলছিল অনেক দিন ধরেই। সোমবার রাতে পিরবাহর থানা এলাকায় পাটনা বিশ্ববিদ্যালয়ের কাছে টানেল তৈরির সময় কোনওভাবে ব্রেক ফেল হয়ে যায় লোকো পিকআপ মেশিনের। যার জেরে কর্মরত শ্রমিকদের কার্যত পিষে দেয় নিয়ন্ত্রণহীন মেশিন। ঘটনার জেরে আহত হন অন্তত ১০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। দ্রুত সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ৩ জনের। মৃতরা ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এদিকে এই দুর্ঘটনার প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন কর্মীরা। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই কাজ করতে হচ্ছিল তাঁদের। শুধু তাই যে সব ভারি মেশিন ব্যবহার করে টানেল নির্মাণের কাজ চলছিল তার ঠিকঠাক দেখভাল হয়নি। যার জেরেই এই দুর্ঘটনা। এই ঘটনার পর পাটনা পুলিশের তরফে জানানো হয়েছে, 'কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আহতদের পাটনার পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
এদিকে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, টিভিএম অপারেটর, লোকো মেশিন অপারেটর এবং একজন হেল্পার। কীভাবে এই ঘটনা ঘটল তাঁর আভ্যন্তরীণ তদন্ত শুরু চলছ। কার গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।