shono
Advertisement

আসানসোলে প্রার্থী হতে নারাজ ‘ললিপপ’ গায়ক পবন সিং, মুখ পুড়ল বিজেপির!

নাম ঘোষণার পর থেকেই আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে তুমুল আলোচনা! রাজ্যবাসীর প্রবল 'জনগর্জনে'র জন্যই সরে  দাঁড়াতে বাধ্য হলেন পবন, প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 
Posted: 01:18 PM Mar 03, 2024Updated: 01:45 PM Mar 03, 2024

সংবাদ প্রতিদিন ব্যুরো: ফের মুখ পুড়ল বঙ্গ বিজেপির। আসানসোলে  প্রার্থী হচ্ছেন না পবন সিং। নিজেই এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে সে কথা জানিয়েছেন ভোজপুরী ‘ললিপপ’ গায়ক। রাজ্যবাসীর প্রবল ‘জনগর্জনে’র জন্যই সরে  দাঁড়াতে বাধ্য হলেন পবন, প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে পবন লেখেন, “আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।” এমন কী ঘটল যে রাতারাতি  মতবদল করলেন ভোজপুরী গায়ক? 

 

[আরও পড়ুন: অবতরণের সময় ককপিটে চোখ ধাঁধানো লেজার লাইট! দমদম বিমানবন্দরে বড় দুর্ঘটনার আশঙ্কা]

রাজনীতির কারবারিবা বলছেন, পবন সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে তুমুল আলোচনা! বিশিষ্টজন থেকে রাজ্যের শাসকদল, সকলেই ‘ললিপপ’ গায়কের নিন্দায় সরব। অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে ‘যৌন উদ্দীপক’, নারী ‘বিদ্বেষী’ গান গেয়েছেন তিনি। এবার আসানসোলের বিজেপি প্রার্থী বদলের দাবি ওঠে দলেরই অন্দরে। দ্রুত ওই আসনে অন্য কাউকে প্রার্থী করার দাবি জানান তথাগত রায়। লেখেন, “বিজেপি তো আর তৃণমূলের মতো একজন মহিলার খামখেয়ালিপনা দিয়ে প্রার্থী বাছাই করে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনে সমীক্ষা করে প্রার্থী বাছাই করে। তবে সমীক্ষকরা ভুলের ঊর্ধ্বে নয়। আসানসোলের জন্য নতুন করে ভাবা দরকার।”

লড়াইয়ের মঞ্চ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “বাংলার জনতার দুর্দমনীয় প্রতিবাদের জয়।”  পবন সিংয়ের সরে দাঁড়ানোকে তৃণমূল নৈতিক জয় হিসেবেই দেখছে। 

[আরও পড়ুন: ভালোবাসার কাছে গোহারা ব্যাধি! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই বিয়ে সারলেন অমিত-সুচরিতা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার