shono
Advertisement

Breaking News

শত্রু নিকেশে মাইক্রো ড্রোন হাতিয়ার আমেরিকার

ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার হাই টেক জঙ্গিদের জন্য এটি বেশ চিন্তার খবর৷ The post শত্রু নিকেশে মাইক্রো ড্রোন হাতিয়ার আমেরিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:06 PM Jan 10, 2017Updated: 02:36 PM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ কালো করে ধেয়ে এল রাক্ষুসে পঙ্গপালের ঝাঁক৷ ঝাঁপিয়ে পড়ে নিমেষে ধ্বংস করল সবুজ শস্যের মাঠ৷ দেশে দেখা দিল দুর্ভিক্ষ৷ না খেতে পেয়ে মারা পড়ল অজস্র লোক৷না, কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়৷ আজও আফ্রিকার অনেক দেশে পঙ্গপালের ঝাঁক দুর্ভিক্ষের কারণ৷ মানুষ প্রকৃতিকে নকল করে৷তবে প্রকৃতির মারণ শক্তি কতটা মারাত্মক হতে পারে সেটাই প্রমাণ করল মার্কিন সেনাবাহিনী৷ শত্রুকে ধ্বংস করতে এবার পেন্টাগন আনতে চলেছে রোবট পঙ্গপাল বাহিনী বা মাইক্রো ড্রোনের ঝাঁক, যা নিমেষে ধ্বংস করে দেবে শত্রুপক্ষকে৷

Advertisement

জলে ও স্থলে ‘ড্রাগন’ বধে আসছে K-4

সোমবার, একটি বিবৃত্তির মাধ্যমে পেন্টাগন মাইক্রো-ড্রোনের একটি ঝাঁকের পরীক্ষা সফল হয়েছে বলে জানায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই পরীক্ষা করা হয় বলে জানান এক সেনা কর্তা৷ ৩ টি F/A-18 সুপার হর্নেট বিমান থেকে ১০৩ টি মাইক্রো ড্রনের একটি ঝাঁক ছাড়া হয়৷অতি ক্ষুদ্র এই ড্রোনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি৷ কোনও নির্দেশ ছাড়াই এরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে একটি দল হিসেবে কাজ করে৷ শত্রু পক্ষ কিছু বুঝে উঠার আগেই এরা ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক, মিসাইল সব ধ্বংস করে দেয়৷ ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার হাই টেক জঙ্গিদের জন্য এটি বেশ চিন্তার খবর৷

২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত

The post শত্রু নিকেশে মাইক্রো ড্রোন হাতিয়ার আমেরিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement