shono
Advertisement

বাড়ছে করের বোঝা, ইমরান প্রশাসনের বিরুদ্ধে সরব অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা

পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নে কাজ করছে না ইসলামাবাদ, অভিযোগ বাসিন্দাদের৷ The post বাড়ছে করের বোঝা, ইমরান প্রশাসনের বিরুদ্ধে সরব অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Jul 16, 2019Updated: 05:56 PM Jul 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন তাঁদের উপর করের বোঝা বাড়াচ্ছে পাকিস্তান৷ এবং কর বাবদ সরকারের যে রোজগার হচ্ছে, সেই অর্থের সাহায্যে অন্যত্র উন্নয়ন করছে ইসলামাবাদ৷ কিন্তু তাঁরা ব্রাত্যই রয়ে গিয়েছেন৷ ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগে এবার প্রতিবাদে নামলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা৷ জানালেন, তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে পাক সরকার৷ করের পরিমাণ বাড়ানো হলেও, তাঁদের অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না৷ তাঁরা সেই তিমিরেই রয়ে গিয়েছেন৷

Advertisement

[ আরও পড়ুন: ভারতের বাঁধে নেপালে বন্যা! নদী রাজনীতিতে প্রতিবেশীকে দুষছে হিমালয়ের দেশ]

অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বক্তব্য, ক্ষমতায় আসার আগে অধিকৃত কাশ্মীর নিয়ে অনেক গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি৷ কিন্তু ইমরান ইসলামাবাদের তখতে বসার পরেই, পরিস্থিতি বদলাতে থাকে৷ দেশ চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকার কারণে, অধিকৃত কাশ্মীরের মানুষের উপর কর চাপায় সরকার৷ অতিরিক্ত কর দিলেও পরিষেবার ক্ষেত্রে কোনও পরিবর্তন হয় না৷ সরকার তাঁদের জন্য কোনও উন্নয়ণের কাজ করে না৷ বরং তাঁদের করের টাকা দিয়ে দেশের অন্যত্র উন্নয়নের কাজ করে ইসলামাবাদ৷

অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদের বাসিন্দা পেশায় রিকশা চালক মুমান মুনীর বলেন, ‘‘ইমরান খান এখানকার মানুষের জীবন খারাপ থেকে খারাপতর করে দিয়েছেন৷ নয়া পাকিস্তান গড়তে গিয়ে মানুষের উপর করের বোঝা বাড়ান হয়েছে৷ এই রোজগারে কীভাবে আমরা এই পরিমাণ কর দিতে পারব? আমরা বাঁচব কীভাবে?’’ তিনি আরও জানান, ‘‘সরকারি দপ্তরে কর্মরত অফিসাররা যে পরিমাণ কর দিতে পারেন, তা আমরা দিতে সক্ষম নই৷ আমরা দিন আনি, দিন খাই মানুষ৷ আমরা ওই টাকা কোথা থেকে পাব৷ আমরা কেবল একটাই কথা বলব, যদি সত্যি পাক সরকার আমাদের মঙ্গল চায়, তবে যেন এই ধরনের শোষণ বন্ধ করে৷’’

জানা গিয়েছে, ইমরান সরকারের এই করবৃদ্ধির ফলে অধিকৃত কাশ্মীরে বেড়ে গিয়েছে খাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম৷ বহুমূল্য হয়ে পড়েছে জ্বালানী ও যান চলাচলের খরচ৷ এই চরম মূল্যবৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছে সাধারণ বাসিন্দাদের৷ যে সমস্ত মানুষ বেশি রোজগারের আসায় একসময়ে অন্যত্র চলে গিয়েছিলেন, ইতিমধ্যে ঘরে ফিরে আসতে শুরু করেছেন তাঁরা৷ এলাকার এক দোকানকর্মী জানান, ‘‘দিনদিন জীবন দুর্বিসহ হয়ে উঠছে৷ সবকিছু দামি হয়ে গিয়েছে৷ আগে প্রতিমাসে আমি ৫০০ টাকা লাভ রাখতাম৷ এখন তা ৩০০-রও নিচে নেমে এসেছে৷ খাবার অগ্নিমূল্য হয়ে গিয়েছে এখানে৷ বেঁচে থাকার কোনও উপায় নেই৷’’

[ আরও পড়ুন: বর্ণবিদ্বেষী টুইটে বিবাদে জড়ালেন ট্রাম্প, সমালোচনার ঝড় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ]

The post বাড়ছে করের বোঝা, ইমরান প্রশাসনের বিরুদ্ধে সরব অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement