shono
Advertisement

চশমা হারালেও চাপ নেই, চোখের চারপাশে অভিনব ট্যাটু! যুবকের কাণ্ডে তাজ্জব নেটপাড়া

বিপজ্জনক ট্যাটু করানোর ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
Posted: 06:14 PM Jun 19, 2023Updated: 06:14 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেভাবেই হোক চোখে পড়া চাই। সাজ বিদ্ঘুটে হলেও ‘নো প্রবলেম’। হাল ফ্যাশনের মূলমন্ত্র এই! যেমন ধরুন, হাতে-পায়ে, পেটে-পিঠে ট্যাটুও (Tattoo) পুরনো এখন। তাই এবার মুখে বিপজ্জনক চশমা ট্যাটু করালেন এক যুবক। যা দেখে স্তম্ভিত গোটা দুনিয়ার নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) চমকে দেওয়া ট্যাটু তৈরির ভিডিও।

Advertisement

ইটালির ট্যাটুশিল্পী গিপসিগ নিজেই ট্যাটু তৈরির ওই ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, চোখের উপর চশমার ট্যুাটু এঁকে দিচ্ছেন শিল্পী। ব্যথায় মুখ কুঁচকে আছেন যুবক। তথাপি ঝুঁকিবহুল ট্যাটু থেকে বিরত হননি। ওই ভিডিওর সঙ্গে ক্যাপশানে লেখা হয়েছে, “আপনি যদি বার বার চশমা হারিয়ে ফেলেন, তা হলে এই ট্যাটু করিয়ে নিতে পারেন।” প্রশ্ন উঠছে, চোখের মতো সংবেদনশীল অঙ্গের আশপাশে আদৌ কি ট্যাটু করানো সম্ভব?

[আরও পড়ুন: নজরে খলিস্তানি কার্যকলাপ! RAW-এর রাশ ধরলেন ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ রবি সিনহা]

নেটিজেনদের একাংশের বক্তব্য, গোটাটাই ক্যামেরার কারসাজি। আদৌ এমন ট্যাটু করানো হয়নি। কেউ কেউ ট্যাটুর বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, ফ্যাশনের জন্য চোখ নিয়ে ছেলেখেলা ঠিক না। এরফলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে। উল্লেখ্য, দক্ষ এবং হাইজিনিক ট্যাটু না হলে বিপদ হতে পারে। দেখা দিতে পারে চামড়ার সংক্রমণ। অতএব, দেহের সংবেদনশীল অঙ্গগুলিতে ঝুঁকি না নেওয়াই ভাল।

[আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে অনার কিলিং! যুগলকে খুন করে দেহ ফেলা হল কুমির ভরতি নদীতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার