সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সৌরশক্তি সংস্থা বিক্রম সোলার। সম্প্রতি তাদের এনার্জি স্টোরেজ শাখা 'পাওয়ারহাইভ'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে শ্রী অরুণ মিত্তালকে নিয়োগের ঘোষণা করেছে। ভারতের ক্রমবর্ধমান এনার্জি স্টোরেজ সিস্টেমের চাহিদা মেটাতে এবং একটি সমন্বিত এনার্জি ট্রানজিশন সলিউশন কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পাওয়ারহাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
এনার্জি স্টোরেজ বা শক্তি সঞ্চয় বর্তমানে গ্রিড স্থিতিশীলতা, সর্বোচ্চ ব্যবস্থাপনা এবং সর্বক্ষণের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহের মেরুদণ্ড হিসেবে বিবেচিত। বিক্রম সোলারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জ্ঞানেশ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ব্যাটারি শক্তি স্টোরেজ পরিষ্কার শক্তি ব্যবহারের পরবর্তী ধাপের মূল ভিত্তি। মিস্টার মিত্তালের নেতৃত্বে সংস্থা বিশ্বমানের ব্যাটারি ক্ষমতা তৈরি এবং শক্তিশালী শক্তি সঞ্চয় ইকোসিস্টেম গড়ার কাজে গতি আনবে।
নিয়োগপ্রাপ্ত সিইও অরুণ মিত্তাল ব্যাটারি উৎপাদন, শক্তি সঞ্চয় ডিজাইন এবং কৌশলগত ব্যবসায়িক রূপান্তরে তিন দশকেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ। এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং সম্প্রতি লোহামক্লিনটেক প্রাইভেট লিমিটেডের মতো সংস্থায় তিনি শীর্ষ পদে দায়িত্ব পালন করে এসেছেন।
উল্লেখ্য, বিক্রম সোলারের মডিউল উৎপাদন ক্ষমতা ৪.৫ গিগাওয়াট থেকে বেড়ে ৯.৫ গিগাওয়াটে উন্নীত হয়েছে। কোম্পানিটি আগামী দিনে আরও ৬ গিগাওয়াট সম্প্রসারণের মাধ্যমে মোট ক্ষমতা ১৫.৫ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছে। এছাড়া, ২০২৭ অর্থবর্ষে ১২ গিগাওয়াট সৌর কোষের ক্ষমতা চালু করার মাধ্যমে তারা সৌর উৎপাদন বাস্তুতন্ত্রে তাদের অবস্থান আরও দৃঢ় করবে।
