লগ্নির দুনিয়ায় পা রাখতে চলেছেন? আপনার লম্বা ইনিংস নিশ্চিত করতে কিছু জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। নতুন ইনভেস্টর মানেই যা থাকা অত্যাবশ্যক। সেগুলি কী কী? জানাতে কলম ধরলেন সঞ্জয় বেম্বালকর
আমার অনুমান, প্রতিটি বিনিয়োগকারী মোটামুটি একই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেন। স্থিতিশীলতা, মানে স্টেবিলিটি, এবং বৃদ্ধি, অর্থাৎ গ্রোথ। সম্পদ তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য। যাত্রাটি জটিল মনে হতে পারে, তবে এর সারমর্ম তিনটি কালজয়ী সংস্কৃত নীতির মাধ্যমে ধরা যেতে পারে - শান্তি রাস্তু (শান্তি হোক), তুষ্টি রাস্তু (সন্তুষ্টি হোক), এবং পুষ্টি রাস্তু (বৃদ্ধি হোক)। একসঙ্গে, এগুলি সেই মানসিকতা বোঝায় যা প্রতিটি নতুন ইনভেস্টরের থাকা উচিত। সব মিলিয়ে এগুলিই দীর্ঘমেয়াদী আর্থিক সুস্থতা অর্জনে সহায়তা করতে পারে।
শান্তি রাস্তু - শান্তি হোক
বিনিয়োগে শান্তি আসে প্রস্তুতি থেকে। এর প্রথম ধাপ হল তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারে এমন একটি জরুরি তহবিল। এমন কর্পাস তৈরি করা স্থিতিশীলতার পক্ষে জরুরি। এটি অনিশ্চিত সময়ে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে বাধা থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে।
আপনার পোর্টফোলিওকে দিশা দেখানোর জন্যও তা সমানভাবে গুরুত্বপূর্ণ। শান্তির আরেকটি দিক হল, আপনার পরিবারকে আর্থিক পরিকল্পনায় সম্পৃক্ত করা। লক্ষ্য, ঝুঁকি এবং আকস্মিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা দরকার। একসাথে এই পদক্ষেপগুলি আর্থিক শান্তি এবং নিরাপত্তার ভিত্তি তৈরি করে।
তুষ্টি রাস্তু - সন্তুষ্টি থাকুক
স্থিতিশীলতা অর্জনের পর, পরবর্তী ধাপ হল ভারসাম্য এবং শৃঙ্খলা। নিয়মিতভাবে আপনার পোর্টফোলিও পর্যালোচনা করুন। এবং পুনঃভারসাম্য মানে রিব্যালেন্স করার জন্য তৈরি থাকুন। বিনিয়োগকে আপনার লক্ষ্যের সাথে মিলিয়ে দিতে হবে। স্বল্পমেয়াদী প্রবণতার পিছনে ছুটতে বা বাজারের গতিবিধির প্রতি আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখানো এড়িয়ে চলুন।
আমার মতে সব ইনভেস্টরের পক্ষে তৃপ্তির পাওয়া অসম্ভব কিছু নয়। শিক্ষা এবং সচেতনতা থেকেও তা উদ্ভূত হয়। একজন সাধারন ইনভেস্টর হিসেবে, বাজারের আচরণ, বিনিয়োগের ধরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য সময় নিন। আপনি যত বেশি সচেতন হবেন, নিজের সিদ্ধান্ত সম্পর্কে আপনি আরও আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট বোধ করবেন। এবং পরবর্তী প্রজন্মকে সহজ ভাবে বোঝাতে পারবেন। এমন দায়িত্বশীল অভ্যাস গড়ে তুলতে হবে যা আর্থিক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যায়। এই প্রসঙ্গে বলি, নিজেকে জানুন। আপনি কি একজন বিনিয়োগকারী নাকি একজন ফাটকাবাজ? কেন কেউ বিশেষ কোন আর্থিক পদক্ষেপ
নিচ্ছেন, সে সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার।
পুষ্টি রাস্তু - প্রবৃদ্ধি হোক
বৃদ্ধি বা গ্রোথ নিয়ে নতুন কি বলব, এই বিষয়ে দ্বিমত নেই। শান্তি এবং ভারসাম্য (ব্যালেন্স) প্রতিষ্ঠিত হয়ে গেলে, বিচক্ষণতার সাথে সম্প্রসারণের উপর মনোযোগ দিন। বুদ্ধিমত্তার সাথে বৈচিত্র্য আনার জন্য থিম্যাটিক তহবিল বা স্মার্ট বিটা কৌশলের মতো উপযুক্ত বিনিয়োগ বিকল্পগুলি খুঁজে নিন। নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝুন, তার ভিত্তিতেই বিনিয়োগ করুন। এবং আপনার প্রচেষ্টাকে আরও সুন্দর ও সঠিক করার জন্য সময় দিন। সত্যিকারের পুষ্টি রাস্তু হল টেকসই বৃদ্ধি।
লেখক
ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ইক্যুইটির প্রধান
(উপরের বক্তব্য লেখকের একান্ত ব্যক্তিগত মতামত। এর সঙ্গে সংস্থার যোগসূত্র নেই)
