shono
Advertisement
Gold Price

সর্বকালের রেকর্ড গড়ে সোনার দাম গগনচুম্বী! ৪ লক্ষ পেরোল রুপোর মূল্যও

বৃহস্পতিবার কলকাতায় সোনা-রুপোর দর কত? মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নির্ভরযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছে সোনা। পিছিয়ে নেই রুপোও।
Published By: Biswadip DeyPosted: 05:44 PM Jan 29, 2026Updated: 07:22 PM Jan 29, 2026

জানুয়ারি মাসজুড়েই অব্যাহত সোনা-রুপোর ঊর্ধ্বগতি। সব মিলিয়ে ২০ শতাংশ দাম বেড়েছে এই মাসেই! কলকাতায় বৃহস্পতিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৮২ হাজার টাকারও বেশি। এদিকে রুপোর মূল্য গ্রামপিছু ৪১০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৪ লক্ষ ১০ হাজার টাকা।

Advertisement

যত সময় গিয়েছে, ততই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নির্ভরযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছে সোনা। বিনিয়োগকারীরা আরও বেশি করে সোনায় বিনিয়োগের কথা বিবেচনা করছেন। বৃহস্পতিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৩৫ টাকায়। ২২ ক্যারেটের দাম গ্রাম প্রতি ১৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম গ্রাম প্রতি ১৩ হাজার ৪১৪ টাকা।

যত সময় গিয়েছে, ততই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নির্ভরযোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছে সোনা। বিনিয়োগকারীরা আরও বেশি করে সোনায় বিনিয়োগের কথা বিবেচনা করছেন।

পাশাপাশি রুপোর দামও ক্রমেই বেড়ে চলেছে। গড়ছে নতুন নতুন নজির। বৃহস্পতিবার রুপোর দর গ্রাম প্রতি ৪১০ টাকা। ১০ গ্রামের দাম ৪ হাজার ১০০ টাকা। ১০০ গ্রামের দাম ৪১ হাজার। ১ কেজির দাম দাঁড়িয়েছে ৪ লক্ষ ১০ হাজার টাকা।

কিন্তু কেন এভাবে বাড়ছে সোনা-রুপোর দাম? মনে করা হচ্ছে, বিগত কয়েক মাস ধরেই ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিবেশ অন্যতম ফ্যাক্টর। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার অপরিবর্তিত থাকাও একটা বিষয়। কেননা সুদের হার না বাড়ায় দামি ধাতুতেই বিনিয়োগ করা সঠিক বলে মনে করছেন বিনিয়োগকারীরা। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও। সেখানেও নতুন নতুন নজির গড়ছে সোনা-রুপোর দাম! 

কেন এভাবে বাড়ছে সোনা-রুপোর দাম? মনে করা হচ্ছে, বিগত কয়েক মাস ধরেই ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিবেশ অন্যতম ফ্যাক্টর।

আর এই পরিস্থিতিতে সমস্যায় পড়তে হচ্ছে আম বাঙালিকে। বিয়ে, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠান থাকলে, বিশেষ করে পরিবারের মধ্যে সেই নিমন্ত্রণ হলে অল্প হলেও সোনা দেওয়ার রীতি মানতে হয় অনেককে। মাসকয়েক আগেও যেখানে ১০ হাজার টাকায় একজোড়া ভদ্রস্থ মাপের দুল পাওয়া যেত, এখন আর তা হওয়ার জো নেই। এই অবস্থায় বেজায় অস্বস্তিতে ক্রেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement