সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু সমবায় ব্যাঙ্ক। কিন্তু আগামী দিনে এই ব্যাঙ্কগুলি কী ভূমিকা পালন করবে? ব্যাঙ্কগুলি থেকে গ্রাহকরা কী কী সুযোগ সুবিধা পাবেন? এসব নিয়েই এবার মুখ খুললেন সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড-এর সিইও দেবাশিস ভট্টাচার্য।
তিনি জানান, আপামর জনগণের সুবিধার্থে শহরাঞ্চলীয় সমবায় ব্যাঙ্কগুলির ভূমিকা অপরিসীম। পূর্বেও ছিল, আগামীতেও সমানভাবে থাকবে। এটা প্রশ্নাতীত। সহজ, সরল ব্যাঙ্কিংয়ের সুবিধা সমগ্র ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে তারাই দিয়ে থাকে। আজকের দিনে সকলের জন্য ব্যাঙ্কিংয়ের এই সুবিধা সমবায় ব্যাঙ্কগুলি দিতে পারে সর্বতোভাবে। নানা প্রকার সরকারি প্রকল্পের সুবিধা-পরিষেবা সহজভাবে দিতে সক্ষম কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি।
তবে সম্প্রতি সমবায় ব্যাঙ্কগুলি উত্থান-পতনের সাক্ষী থেকেছে। এই আবহে গ্রাহকদের জন্য ভবিষ্যতের পথটা কেমন হবে? দেবাশিস বলেন, “কো-অপারেটিভ মুভমেন্ট সময়োপযোগী, পূর্বেও উত্থান-পতন সঙ্গে করে চলেছে, আগামী দিনেও চলবে আশা রাখি। রেগুলেটরি পরিবর্তন সব সময় সাধারণের সুবিধার্থে হওয়া উচিত।” তাঁর সংযোজন, “ভবিষ্যতে গ্রাহকদের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সমতুল পরিষেবা দিতে সদা সচেষ্ট সমবায় ব্যাঙ্কগুলি। প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটালাইজেশন জরুরি। সাধ্যের মধ্যে তার রূপায়ণ করতে হবে।”
[embed]https://www.youtube.com/watch?si=s1iE1DJksqcvRcFn&v=bpTE7l8_SF0&feature=youtu.be[/embed]
যে কোনও ব্যাঙ্কেরই একটি গুরুত্বপূর্ণ দিক হল সুদের হার। সমবায় ব্যাঙ্কগুলির সুদের হারের নীতি কী রকম? এ প্রসঙ্গে দেবাশিষ বলেন, “সুদের হার সংক্রান্ত নীতির রূপায়ণ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনেই করে থাকে সমস্ত ব্যাঙ্ক। কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি সবসময় গ্রাহকদের বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করে।” এখানেই থেমে না থেকে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের গুরুত্বও উত্থাপন করেছেন দেবাশিস। তাঁর কথায়, “আমরা সুদীর্ঘ ২৯ বছর ধরে লভ্যাংশের উপর আকর্ষণীয় ডিভিডেন্ড দিয়ে আসছি। আগামী দিনেও দিতে পারব, আশা রাখছি।”
