shono
Advertisement

Breaking News

নিশ্চিত রিটার্ন, নিয়মিত সুদ, রইল নিরাপদ বিনিয়োগের ফান্ডা

ফিক্সড ইনকাম, যা থেকে প্রতিশ্রুত হারে সুদ পাওয়া সম্ভব, অনেকেরই পছন্দ।
Posted: 01:43 PM Oct 12, 2023Updated: 01:43 PM Oct 12, 2023

ফিক্সড ইনকাম, যা থেকে প্রতিশ্রুত হারে সুদ পাওয়া সম্ভব, অনেকেরই পছন্দ। শুধু ফিক্সড ডিপোজিটই নয়, নানা ধরনের ডেবেঞ্চার জাতীয় বিকল্পও আজ ইনভেস্টরদের সামনে পূর্ণমাত্রায় উপস্থিত। সাধারণভাবে দেখলে, বেশিরভাগ লগ্নিকারী চাইবেন রিটার্নের নিশ্চয়তা এবং প্রিন্সিপাল ফেরতের আশ্বাস। নিয়মিত সুদ পেয়ে সাংসারিক বাজেট অনুযায়ী চালিয়ে নেওয়া, এমন ভাবধারায় বিশ্বাস অনেকেরই। এই প্রসঙ্গে দু’টি বিশেষ সুযোগের কথা জানাচ্ছে টিম সঞ্চয়

Advertisement

Keertana Finserv NCD

# ট‌্যাক্সের আগে রিটার্ন : ১৩ %
# (IRR বা ইন্টারনাল রেট অফ রিটার্ন)
# ক্রেডিট রেটিং : BBB (ICRA এক্ষেত্রে রেটিং এজেন্সি)
# পে আউট : প্রিন্সিপ‌্যাল ফেরত কোয়ার্টারলি ভিত্তিতে, আর প্রতি মাসে সুদ নভেম্বর ২০২৩ থেকে শুরু করে
# টেন্যুর : ১৮ মাস
# ন্যূনতম লগ্নি : ১,০০,১১২ টাকা

এখানে বলে রাখা উচিত যে, সংশ্লিষ্ট সংস্থা মূলত একটি নন-ব‌্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি (NBFC)। এঁদের প্রধান কার্যকলাপ গোল্ড এবং মাঝারি মাপের লোন ঘিরে। গত ৩০ জুনের শেষে, সংস্থাটি ২২৫টি ব্রাঞ্চ নিয়ে কাজ করছিল, ৩৫টি জেলায় এগুলির অবস্থান। সেই সময় অ‌্যাসেটের পরিমাণ ছিল প্রায় ৭৬২ কোটি টাকা।

[আরও পড়ুন: চাহিদা বাড়ছে হোটেল, অটোমোবাইল অ্যানসিলিয়ারি এবং স্মল ব্যাঙ্ক সেক্টরের]

Birla Apple Group

# ন্যূনতম লগ্নি : ১,০০,১৮৩ টাকা।
# পে আউট (ম‌্যাচুরিটির সময়) : ১,৩৯,৪০৫ টাকা।
# অ‌্যানুয়ালাইজড প্রি-ট‌্যাক্স : ১৮.২০%
# টেন্যুর : তিন বছর

রিয়েল এস্টেট সেক্টরে এই গ্রুপের কার্যকলাপ। এছাড়াও এঁদের দু’টি সিমেন্ট প্ল‌্যান্ট আছে, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে। অটো ডিলারশিপ ব‌্যবসাতেও পা রেখেছে এই গ্রুপ।

 

বি. দ্র. :
তথ‌্যসূত্র-১) Altius Investech
২) পাঠক যেন দুই ঋণপত্রের খুঁটিনাটি জেনে নেন, বিশেষ করে তুলনায় উঁচু সুদের হার এবং সাধারণ মানের ক্রেডিট রেটিং নিয়ে সতর্ক থাকেন।

[আরও পড়ুন: গড়ে তুলুন বড় তহবিল, পাশে আছে নিপ্পন ইন্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement