আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনসিওরেন্সের পক্ষ থেকে গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে বিশেষ বার্তা। আর তাতে রয়েছে অবসরকালীন সময়ে প্যাসিভ ইনকাম পাওয়ার রাস্তার হদিশ। গ্যারান্টিযুক্ত মানি ব্যাক কীভাবে পাবেন গ্রাহক, জানাচ্ছে টিম সঞ্চয়

রিটায়ারমেন্টের বছরগুলিতে প্যাসিভ ইনকাম পাওয়ার বিষয়ে জরুরি বার্তা দিয়েছেন আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনসিওরেন্স কর্তৃপক্ষ। কীভাবে গ্যারান্টি-যুক্ত মানি ব্যাক পেতে পারেন প্রবীণ গ্রাহক, অ্যানুইটি পাওয়ার শর্তগুলিই বা কী, অথবা প্রিমিয়ামের একাংশ ফেরত পাওয়া যাবে কি না–এই সবই জেনে নিতে বলা হচ্ছে বিশেষভাবে। এর সঙ্গে সংস্থার মেসেজে যা জানানো হচ্ছে, তা হল :
ক। সারেন্ডার করার সময় এনহ্যান্সড বেনিফিট
খ। রিটার্ন অফ প্রিমিয়াম
গ। অ্যানুইট্যান্টের মৃত্যুতে কী করণীয়
ঘ। রিটায়ার করে অ্যানুইটি ব্যবহার করে পরোক্ষ উপার্জন কীভাবে বিমার মাধ্যমে করা যেতে পারে, তা নিয়ে অনেক আলোচনা চললেও, গ্রাহকের সুরক্ষা এবং সেই সংক্রান্ত বিশ্বাসে যেন আঘাত না পড়ে, সংস্থা এমনই জানাচ্ছেন।
অসাধু ব্যক্তিদের ফোন কল বা সমাজমাধ্যমে পোস্ট করা সন্দেহজনক বার্তা বিশ্বাস করবেন না, ঠকতে হবে। ইনসিওরেন্স রেগুলেটর আইআরডিএ এই মর্মে বিশেষভাবে জানাচ্ছেন। ইদানীং ঘটে যাওয়া নানা ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ্য। নিয়ন্ত্রক এ-ও জানাচ্ছেন যে, পলিসি বোনাস জাতীয় মেসেজ অথবা ইনসিওরেন্স প্রিমিয়াম সম্পর্কিত পোস্ট নিয়ে আলাদাভাবে সতর্ক থাকতে হবে। গ্রাহকরা যেন এই জাতীয় মেসেজ সম্পর্কে সজাগ থাকেন, তাহলে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন, নিয়ন্ত্রক মনে করেন। সব বিমা সংস্থাও এই জাতীয় বার্তা সম্বন্ধে নিজেদের গ্রাহকদের সজাগ করিয়ে দিচ্ছেন।
দৃষ্টান্ত হিসাবে আইসিআইসিআই প্রুডেনশিয়াল গ্যারান্টিড পেনশন প্ল্যান ফ্লেক্সি-র কথা বলা যায়। এই বিষয়ে আমাদের কোনও পক্ষপাত নেই। সংস্থার বয়ান অনুযায়ী–
১। ১০০ শতাংশ গ্যারান্টি যুক্ত মানিব্যাক পাওয়া যেতে পারে।
২। শর্তসাপেক্ষে ০.৫০ শতাংশ বেশি (অতিরিক্ত) অ্যানুইটি এবং বেশি সারেন্ডার ভ্যালু অনলাইন মাধ্যমেও পাওয়া যাবে।
সঙ্গের চার্ট দেখুন, ইলাস্ট্রেশন হিসাবে দেখবেন। টিম সঞ্চয় কখনও কোনও বিশেষ সংস্থার প্রোডাক্ট বা পরিষেবার বিষয়ে পক্ষপাত দেখায় না। অবশ্যই বিমার বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টার সঙ্গে।