shono
Advertisement
Personal Finance

আগ্রহ বাড়াচ্ছে আইসিআইসিআই প্রুডেনশিয়ালের নতুন ফান্ডে, রইল তথ্য

প্রতি ছয় মাস অন্তর রিব্যালেন্সিং করা হয়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:10 PM Apr 19, 2025Updated: 05:13 PM Apr 19, 2025

বাজারে পা রাখতে পারে আইসিআইসিআই প্রুডেনশিয়ালের নিফটি প্রাইভেট ইনডেক্স ফান্ড। এই ধরনের প্রকল্পের খরচ অ্যাক্টিভ ফান্ডের তুলনায় স্বল্প হয়, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Advertisement

সম্প্রতি নতুন প্রস্তাবিত ড্রাফ্ট অফার ডকুমেন্টের মধ্যে উল্লেখযোগ্য আইসিআইসিআই প্রুডেনশিয়াল নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ইনডেক্স ফান্ড। এটির আন্ডারলাইং ইনডেক্স অবশ্যই হালে জনপ্রিয় হয়ে ওঠা নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ইনডেক্স।

ফান্ড ম্যানেজারের মূল উদ্দেশ্য: ক্যাপিটাল গ্রোথ। সংশ্লিষ্ট সূচকের সঙ্গে তাল মিলিয়ে তিনি কার্যকলাপ চালাবেন। ঝুঁকির শ্রেণি "হাই রিস্ক", জানানো হয়েছে।

ইনভেস্টরদের যে কথাগুলি জানানো যেতে পারে-
ক- ন্যূনতম লগ্নি: ১,০০০ টাকা (অ্যাডিশনাল: এক টাকা)
খ- একজিট লোড: শূন্য
গ- সিপ: ডেলি, উইকলি, ফোর্টনাইটলি এবং মান্থলি।
ঙ- অন্তত ছয়টি কিস্তির জন্য করতে

যে কোনও সময়, অন্তত ৯৫ শতাংশ অ্যাসেট সংশ্লিষ্ট ইনডেক্সে লগ্নি করা হবে, অর্থাৎ ইনডেক্সে অবস্থিত কোম্পানির স্টকে বিনিয়োগ করবেন ফান্ড ম্যানেজার।
প্রথম পাঁচটির নাম

পরের পাঁচটির নাম:
Federal Bank, IDFC First Bank, Bandhan Bank, City Union Bank এবং RBL Bank.
নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ইনডেক্স
ইনডেক্সটির ব্যাপারে দু-চার কথা-
জানুয়ারি ২০১৬ সালে গঠিত। সূচকে আছে দশটি স্টক।

প্রতি ছয় মাস অন্তর রিব্যালেন্সিং করা হয়। গোড়া থেকে ধরলে ("ইনসেপশন" থেকে) মোট রিটার্ন এসেছে ১৮.৫৬ শতাংশ।

চার-পাঁচটি ইটিএফ ইতিমধ্যে এই সূচকটির সুবাদে বাজারে উপস্থিত। যে ফান্ড হাউসগুলি এগুলি পরিচালনা করছে, তাদের মধ্যে আছে SBI, Tata, ICICI Prudential এবং DSP.
ফান্ডামেন্টালস:
১- প্রাইস আর্নিং রেশিও: ১৫.৪১
২- প্রাইস টু বুক রেশিও: ২.২৪
৩- ডিভিডেন্ড ইল্ড: ০.৫৮

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ড্রাফ্ট অফার ডকুমেন্টের মধ্যে উল্লেখযোগ্য আইসিআইসিআই প্রুডেনশিয়াল নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ইনডেক্স ফান্ড।
  • এটির আন্ডারলাইং ইনডেক্স অবশ্যই হালে জনপ্রিয় হয়ে ওঠা নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ইনডেক্স।
  • অন্তত ৯৫ শতাংশ অ্যাসেট সংশ্লিষ্ট ইনডেক্সে লগ্নি করা হবে, অর্থাৎ ইনডেক্সে অবস্থিত কোম্পানির স্টকে বিনিয়োগ করবেন ফান্ড ম্যানেজার।
Advertisement