সম্প্রতি মিউচুয়াল ফান্ডের মালিকানাধীন স্টক ৩৪ শতাংশ কমলেও গ্রাহকের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও এতটা পড়ে যায়নি। কারণ কী? খতিয়ে দেখলেন প্রেমাংশু দাশ

সংখ্যাতত্ত্বের ব্যাখ্যা: কেন আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও ৩৪% পড়ে যায়নি?
সাম্প্রতিক বাজার সংশোধনে অনেক বিনিয়োগকারী আশ্চর্য হয়েছেন। স্টকের পারফরম্যান্সে এতটা তারতম্য কেন? একটু গভীরভাবে দেখলে বোঝা যায়, মালিকানার ধরন অনুযায়ী পতনের হার ছিল আলাদা।
এই প্রসঙ্গে জানাই:
খুচরা বিনিয়োগকারীদের মালিকানাধীন স্টক- ৪৪%
মিউচুয়াল ফান্ডের মালিকানাধীন স্টক- ৩৪%
বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) মালিকানাধীন স্টক- ২৯%
কিন্তু আশ্চর্যের বিষয় হল-মিউচুয়াল ফান্ডের মালিকানাধীন স্টক ৩৪% কমলেও, আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও এতটা পড়ে যায়নি। তাহলে এই ফারাকের কারণ কী?
এর উত্তর লুকিয়ে আছে পোর্টফোলিও নির্মাণে। পেশাদার ফান্ড ম্যানেজাররা দক্ষতার সঙ্গে বিভিন্ন স্টকের মধ্যে বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এর ফলে ঝুঁকি কমে এবং রিটার্নের সুযোগ বাড়ে। অন্তত সেই প্রয়াস নিরন্তর চলতে থাকে। শৃঙ্খলাপূর্ণ পদ্ধতি নিশ্চিত করে যে কোনও একক স্টকের পতন পুরো পোর্টফোলিওকে বড় ক্ষতির মুখে ফেলবে না।
IPL মরশুমে ভাবুন ক্রিকেটের মতো:
আকর্ষণীয় শট দর্শকদের মুগ্ধ করবে, পুরো স্টেডিয়াম নাচানাচি করবে। কিন্তু, সফল ইনিংস গড়তে লাগে ধৈর্য, পরিকল্পনা আর ধারাবাহিকতা। বিনিয়োগও ঠিক তেমন-শুধু বিজয়ী স্টক বাছাই করলেই হয় না, দরকার ভালোভাবে গড়ে তোলা পোর্টফোলিও।