সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার দামে রেকর্ড বৃদ্ধি। ক্রমেই সাধারণের সাধ্যের বাইরে চলে যাচ্ছে সোনালি ধাতু। গত কয়েকদিন বাজার একটানা ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল সামান্য স্বস্তির ইঙ্গিত পাওয়া গেলেও, তা ছিল ক্ষণস্থায়ী। সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৭৯ হাজার। ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮৬ হাজারের বেশি। কিন্তু আজ মঙ্গলবার সোনার দাম ফের বাড়ায় স্বভাবতই হতাশ ক্রেতারা। দাম কমায় যে আশার আলো তাঁদের মনে জেগেছিল তা আজ ফের নিভে গেল।
ফেব্রুয়ারির মাঝামাঝি দাম খানিকটা কমে গিয়েও ফের বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। বিশেষ করে বিয়ের মরশুম হওয়ায় কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। তাই কবে সোনার দাম কমবে, তা নিয়ে অপেক্ষায় সকলে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৬০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম ৮০ হাজার ৬০০ টাকা। প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৭৯৩ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৭ হাজার ৯৩০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। যদিও গতকাল একটু কমে যাওয়ায় স্বস্তির শ্বাস নিয়েছিল ক্রেতারা। কিন্তু ফের আজ ঊর্ধ্বমুখী দামে ক্রেতারা বিমর্ষ। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে ডায়াল করুন ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে।
