মহিলা বিনিয়োগকারীদের জন্য বাজারে এসেছে শ্রীরাম ফিনান্সের নতুন ফিক্সড ডিপোজিট প্রকল্প। ইতিমধ্যেই এই ফিক্সড ডিপোজিট প্রকল্প নিয়ে আগ্রহ বেড়েছে লগ্নি-মহলে। খুঁটিনাটি তথ্য সংগ্রহ করল টিম সঞ্চয়
শ্রীরাম ফিনান্সের বিশেষ স্কিম, ফিক্সড ডিপোজিট নিয়ে আগ্রহ বাড়ছে মহিলা লগ্নিকারীদের। এবার এটাই আমাদের আলোচ্য বিষয়। মহিলা লগ্নিকারীদের জন্য বেশি সুদে অফারটি স্থায়ী আমানতের বাজারে বেশ নজর কেড়েছে বলা চলে। সঙ্গের ক্যালকুলেটরের সাহায্য কয়েকটি পরিসংখ্যান দিয়ে বোঝানো যেতে পারে।
১. লগ্নির পরিমাণ : ৫,০০,০০০
২. টার্ম (টেন্যুর) : ৬০ মাস
৩. অপশন : কিউমুলেটিভ (অর্থাৎ ম্যাচুরিটি অবধি।)
[আরও পড়ুন: ইক্যুইটিও চাই, ডেটও চাই, কীভাবে মিলবে দুয়ের সুবিধা?]
শ্রীরাম ফিনান্সের মতে সিনিয়র সিটিজেনরা এমনই ০.৫০% বেশি হার পাবেন। এবং মহিলাদের জন্য বিশেষ ০.১০% এর সঙ্গে যোগ হবে।
সঞ্চয়-এর সংযোজন: সুদ-নির্ভর প্ল্যান করার সময় খেয়াল রাখবেন সংশ্লিষ্ট সংস্থাটির ক্রেডিট রেটিংয়ের বিষয়টি। কিভাবে বেছে নেবেন কর্পোরেট ডিপোজিট প্রকল্প, তা ভেবে নিন। বাজারে একাধিক বড় হাউস এই মুহূর্তে আমানত অফার করছে। মহিন্দ্রা এবং বাজাজ, এই ক্ষেত্রে দুই বড় উদাহরণ। যে ব্যাপারগুলোর উপর নজর রাখবেন –
১. প্রোমোটারদের ট্র্যাক রেকর্ড
২. সুদের হারই একমাত্র বিবেচ্য নয়। অস্বাভাবিক বেশি হার যুক্ত প্রকল্প এড়িয়ে চলাই উচিত। সঠিক সিদ্ধান্ত নিতে হবে ক্রেডিট রেটিং দেখে। AAA অথবা ট্রিপল এ যদি হয়, তাহলে তুলনায় সুরক্ষিত বোধ করেন ডিপোজিটররা।
৩. ডিপোজিটে নিজের অ্যাসেটের কতখানি দেবেন, অর্থাৎ অ্যালোকেশন করবেন, তা বুঝে নিতে হবে। ফিক্সড ইনকামই যদি চান, তাহলে বন্ড/ডেবেঞ্চারও পরখ করে দেখতে পারেন।
তবে এযুগের ইনভেস্টররা অনেকেই ডেট ফান্ডেও আস্থা রাখেন, তাতে মার্কেটের উপর নির্ভরতা বাড়ে যদিও। মহিলা হওয়ার সুবাদে যদি কেউ আজকের আলোচ্য বিষয়ের দিকে নজর দেন, তা হবে কেবলমাত্র তাঁরই সিদ্ধান্ত। টিম সঞ্চয় সম্পূর্ণ বিনা পক্ষপাতে সংশ্লিষ্ট আমানত প্রকল্পটি নিয়ে আলোচনা করছে। ডিপোজিটই যদি চান তাহলে মিলিয়ে মিশিয়ে একাধিক কর্পোরেট সংস্থার স্কিমগুলোর তুলনামূলক চর্চা হওয়া কাম্য বলে আমরা মনে করি।