ইনভেস্টররা আগ্রহ দেখাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ‘ওয়ান ফর ওয়ান’ বোনাস নিয়ে। সাধারণ লগ্নিকারীর কাছে এই বোনাস ইস্যু অত্যন্ত ইতিবাচক হিসাবে গণ্য। তাই এই নিয়ে খুঁটিনাটি তথ্য সংকলন করল টিম সঞ্চয়
‘ওয়ান ফর ওয়ান’ (১ : ১) বোনাস নিয়ে উৎসাহী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডাররা। গত সপ্তাহে বোনাসের সম্ভাবনা দেখা গিয়েছে সংস্থার অ্যানুয়াল জেনেরাল মিটিংয়ে। ফলে রিলায়েন্স শেয়ারে তাৎক্ষণিক বৃদ্ধি এবং তার পরবর্তীকালে ইনভেস্টরদের আগ্রহ বাড়ার খবর। দেশের সব থেকে বেশি ভ্যালুয়েবল লিস্টেড কোম্পানির দাম দেখেই পরিস্থিতি আঁচ করবেন ইনভেস্টররা। কিছু তথ্য :
১. একাধিক বার বোনাস দিয়েছে রিলায়েন্স। প্রথমে, ১৯৮০ সালে ৩:৫ বোনাস দিয়ে শুরু করে পরে (১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত) মোট পাঁচ বার বোনাস পেয়েছেন শেয়ার হোল্ডাররা।
২. সাধারণ লগ্নিকারীর কাছে বোনাস ইস্যু খুব ইতিবাচক হিসাবে গণ্য। রেকর্ড ডেট কবে তা যেন জেনে রাখেন তাঁরা।
[আরও পড়ুন: মাসের দ্বিতীয় মানেই সঞ্চয় বিলক্ষণ, সূত্র বাতলে দিলেন লগ্নি পরামর্শদাতা]
৩. বোনাসের প্রস্তাব এবারের এগিয়ে গেলে শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের ক্ষেত্রে আরও একটি ‘ফ্রি’ শেয়ার পাবেন। যদি আপনার কাছে ১০০০ শেয়ার থাকে তাহলে বোনাসের পর (১:১ হারে) আরও ১,০০০ হাতে পাবেন। তাহলে আপনার মোট হোল্ডিং ২,০০০ শেয়ার হবে।
৪. পেশাদার লগ্নিকারীদের অভিমত আগামী দিনে সাধারণ শেয়ার হোল্ডাররা রিলায়েন্স স্টকটির উপর নজর রাখবেন। স্টকটি ইতিমধ্যে নতুনভাবে কিনছেন এক শ্রেণির ইনভেস্টর, এও বোঝা যাচ্ছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ৩০ শে আগস্ট শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৩০২৪.৯৫। সঙ্গের চার্টে অন্যান্য তথ্য।
1. Traded Value Rs. 6299 Crores
2. Market Capitalisation Rs. 20,46, 625 Crores
3. Deliverable : Traded Quantity : 57.23%
4. 52-Week High : Rs. 3,217.60 (৮ জুলাই, ২০২৪)
5. 52-Week Low : Rs. 2,220.30 (২৬ অক্টোবর, ২০২৩)