shono
Advertisement
Personal Finance

গ্রামীণ নির্ভরশীলতার আর্থিক ভবিষ‌্যৎ কী? জেনে নিন বিস্তারিত

এই জাতীয় প্রস্তাবের মূল ভিত্তি গ্রামীণ অর্থব‌্যবস্থা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:18 PM Jan 18, 2025Updated: 04:27 PM Jan 18, 2025

রুরাল ইকোনমি-িনর্ভর ব‌্যবসা নিয়ে অনেকেই অজ্ঞাত। অথচ, এটি দেশের অর্থনীতির একটি অন‌্যতম বড় অঙ্গ। আইসিআইসিআই প্রুডেনশিয়ালের রুরাল অপরচুনিটিজ ফান্ডের হাত ধরে এই বিষয়ে আলোকপাত করল টিম সঞ্চয়

Advertisement

গ্রামীণ ক্ষেত্রে ব‌্যবসা করে এমন কর্পোরেট সংস্থা তথা অন‌্য কোম্পানির ভবিষ‌্যত কেমন? এই প্রশ্নের সঙ্গে জড়িত ভারতীয় অর্থনীতির একটি বিরাট অংশ। এবং প্রতিফলন এবারের নতুন আসা প্রস্তাব–আইসিআইসিআই প্রুডেনশিয়ালের রুরাল অপরচুনিটিজ ফান্ড। নাম শুনেই বুঝে নেবেন সজাগ লগ্নিকারী যে, এই জাতীয় প্রস্তাবের মূল ভিত্তি গ্রামীণ অর্থব‌্যবস্থা। তবে তার সঙ্গে যে অন‌্যান‌্য জরুরি তথ‌্যও জানতে হবে, তারই সারাংশ আমাদের আজকের আলোচনায়। 

ICICI Prudential Rural Opportunities Fund: এক ঝলকে
১- ডাইভারসিফিকেশন আনা সম্ভব, পোর্টফোলিওয় থাকবে নানা ধরনের (“রুরাল ইকোনমি” নির্ভর) স্টক।
২- কোনও বিশেষ মার্কেট ক‌্যাপিটালাইজেশেনের প্রতি পক্ষপাত নেই।
৩- মূল গ্রামীণ থিমের সঙ্গে জড়িত বিভিন্ন সেগমেন্টেও বিনিয়োগ করা হবে – সাপ্লাই চেন, র’ মেটেরিয়াল সোর্সিং তথা ডিস্ট্রিবিউশন চ‌্যানেল ইত‌্যাদির কথা নির্দিষ্ট ভাবে বলা চলে।
৪- এনএফও হিসাবে ইতিমধ্যেই বাজারে উপস্থিত। প্রাথমিকভাবে সাবক্রিপশনের জন‌্য বন্ধ হবে ২৩ শে জানুয়ারি।
৫- ফান্ডের প্রধান লক্ষ‌্য থাকবে ক‌্যাপিটাল ফর্মেশন এবং দীর্ঘমেয়াদী সূত্রে ওয়েলথ ক্রিয়েশন।
৬- রিস্কের মাত্রা : ভেরি হাই। খেয়াল রাখতে হবে যে প্রস্তাবিত প্রকল্পটি প্রধানত ইক্যুইটির উপর নির্ভরশীল থাকবে। গ্রামীণ তথা সংশ্লিষ্ট অন‌্য সেক্টরে লগ্নি করা হবে বলে জানানো হয়েছে।

রুরাল গ্রোথ কীভাবে আসতে পারে?
ক) নন-ফার্ম জবস -
অর্থাৎ সরাসরি
চাষাবাদ ছাড়াও অন‌্য ক্ষেত্রে
কাজ কর্মের সুযোগ থাকে।
খ) রুরাল ইকোনমির
বৃহৎ অংশে রোজগার বাড়ার চিহ্ন।
তাই জীবনযাত্রার মান বদলাবে বলে ধারণা
গ) রুরাল কমিউনেটির সঙ্গে জড়িত
বহু কিছু। কনসাম্পশন এবং
ডিস্ট্রিবিউশন, দুই-ই বাড়ছে।
কয়েকটি বিশেষ সূত্র–

১) গ্রামীন ক্ষেত্রে সরকারী নীতির ইতিবাচক প্রভাব ইতিমধে‌্যই স্পষ্ট, বলছেন ফান্ড ম‌্যানেজার।
২) একাধিকভাবে প্রমাণিত যে মহিলাদের অংশ গ্রহণ বাড়ছে ভারতীয় রুরাল ইকোনমির ক্ষেত্রে।
৩) ইনোভেশন এবং সংশ্লিষ্ট ট্রেন্ড খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে রুরাল কনজুমাররা আগামী দিনে আরও বড় ভূমিকা পালন করতে চলেছেন। ঘটনাচক্রে “নন-এসেনশিয়াল গুডস”– ভবিষ‌্যতে কনজিউমাররা আরও চাইবেন, তাই এই শ্রেণির পণ‌্যবস্তুর চাহিদা বাড়বে বলে অ‌্যাসেট ম‌্যানেজমেন্ট কোম্পানিটি বিশ্বাস করে।

রুরাল নিফটি ইনডেক্স  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রামীণ ক্ষেত্রে ব‌্যবসা করে এমন কর্পোরেট সংস্থা তথা অন‌্য কোম্পানির ভবিষ‌্যত কেমন?
  • এই প্রশ্নের সঙ্গে জড়িত ভারতীয় অর্থনীতির একটি বিরাট অংশ।
  • প্রতিফলন এবারের নতুন আসা প্রস্তাব–আইসিআইসিআই প্রুডেনশিয়ালের রুরাল অপরচুনিটিজ ফান্ড।
Advertisement