সুব্রত বিশ্বাস: প্রেমের ফাঁদে ফেলে তৃণমূলের কাউন্সিলরকে (TMC Councillor) আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন তাঁরই আপ্ত সহায়ক। এমনকী, কাউন্সিলরের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে দেদার টাকা তোলার কাজ করত অভিযুক্ত। ২০২০ সালে আত্মঘাতী হন শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমা নাথ। আপ্ত সহায়ক বিজয় সাউয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রমার মা। শেষ পর্যন্ত প্রায় দেড় বছর পর শনিবার রাতে উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল জিআরপি। রবিবার তাকে কলকাতায় আনা হয়।
স্থানীয় সূত্রে খবর, কাজ করতে করতে কাউন্সিলর রমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরই আপ্ত সহায়ক বিজয়। অভিযোগ, তার পর সেই ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকায় দেদার টাকা তোলার কাজ করত সে। টাকার বিনিময়ে এলাকার বাসিন্দাদের অনৈতিক সুবিধা-ও পাইয়ে দিত বলে অভিযোগ। এমনকী নিজেও বহু অবৈধ সুযোগ নিয়েছে সে।
[আরও পড়ুন: পরকীয়ায় বাধা, স্তন্যদানের সময় সন্তানকে বালিশ চাপা দিয়ে ‘খুন’ মায়ের]
এদিকে পর পর তিনবার তৃণমূলের টিকিটে জয়ী রমা এলাকায় জনপ্রিয় মুখ। তিনি বিজয়ের এই কুকীর্তি জানতে পারার পরই অশান্তি বাধে। এর পরই বিজয় রমাকে ক্রমাগত আত্মহত্যার প্ররোচনা দিতে শুরু করে বলে অভিযোগ। ২০২০ সালে ১০ ফেব্রুয়ারি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন রমা। তাঁর মা জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু হতেই বেপাত্তা হয়ে যায় বিজয়।
এদিকে পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশে বাঁশপোতা এলাকায় অভিযান চালায় শ্রীরামপুর জিআরপি। জিআরপির ওসি সুজন ঘোষ জানিয়েছেন, “উত্তরপ্রদেশে বিজয়ের কোনও আত্মীয় নেই। সেখানে আত্মগোপন করতে জমিতে কাজ করত বিজয়। পাঁচ সদস্যের দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হল।” রবিবার শ্রীরামপুর আদালতের থেকে তিন দিনের পুলিসি হেফাজতের পাঠানো হয়েছে তাকে।