shono
Advertisement

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় নজিরবিহীন সাড়া অনলাইনে পিটিশনে

দু’সপ্তাহের মধ্যে দেখা যায়, প্রায় ৫ লক্ষ মানুষ সই করেছেন এই অনলাইনে পিটিশনে৷ The post পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় নজিরবিহীন সাড়া অনলাইনে পিটিশনে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Oct 03, 2016Updated: 03:43 PM Oct 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান যে সন্ত্রাসে মদত দেয়, সেই সংক্রান্ত এক অনলাইন পিটিশনে মিলল অভূতপূর্ব সাড়া৷ পিটিশনটি শুরু হয়েছিল আমেরিকায়৷ প্রাথমিক লক্ষ্য ছিল এক লক্ষ সই সংগ্রহ করা, যাতে তা পৌঁছায় ওবামার দরবারে৷ ইতিমধ্যেই প্রায় ৫ লক্ষ মানুষ সই করেছেন এ পিটিশনে৷

Advertisement

গত ২১ সেপ্টেম্বর শুরু হয় এই পিটিশন৷ যিনি শুরু করেছেন তাঁর নামের আদ্যাক্ষর ‘আরজে’৷ শুরু হওয়া মাত্র হু-হু করে ছড়ায় সেই পিটিশন৷ প্রাথমিক লক্ষ্য ছিল এক মাসের মধ্যে ১ লক্ষ সই সংগ্রহ করা৷ হোয়াইট হাউস থেকে মতামত পাওয়ার প্রত্যাশায় এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল৷ তবে যে নজিরবিহীন সাড়া পাওয়া গেল এই স্বাক্ষর অভিযানে, তা যেন প্রত্যাশাকেও ছাপিয়ে গেল৷ এক সপ্তাহের মধ্যেই প্রাথমিক লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে পিটিশনটি৷ দু’সপ্তাহের মধ্যে দেখা যায়, প্রায় ৫ লক্ষ মানুষ সই করেছেন এই অনলাইনে পিটিশনে৷ বর্তমানে সেটি হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখানো হচ্ছে৷

মার্কিন কংগ্রেসে প্রতিনিধি টেড পো পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে বিল পেশ করার পর থেকেই শুরু হয় এই অনলাইন পিটিশন৷ আমেরিকার পাশাপাশি ভারতের কাছেও এই অনলাইন পিটিশনের মতামত অত্যন্ত জরুরি৷ পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়ার ফলে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে যে দেশগুলি, তাদের কাছে এই পিটিশন খোলা চিঠির মতোই৷ সারা বিশ্বের মানুষই বিশেষত আমেরিকাবাসীরা খোলাখুলিই তাঁদের মতামত জানিয়ে দিয়েছেন৷ পাকিস্তান যে সন্ত্রাসে মদত দেয়, তাতেই সহমত হয়েছেন এত মানুষ৷ প্রত্যাশামতো ৬০ দিনের মধ্যে এর প্রেক্ষিতে মতামত জানাবে ওবামা প্রশাসন৷ সুতরাং হোয়াইট হাউস থেকে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷

The post পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় নজিরবিহীন সাড়া অনলাইনে পিটিশনে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement