shono
Advertisement

শিশু মনোস্তত্ত্ব বুঝতে গিয়েও জেহাদের পথে, কাশ্মীরে ধৃত গবেষক জঙ্গি

ধৃত ৬ জনের মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষিত, জানাচ্ছেন তদন্তকারীরা৷ The post শিশু মনোস্তত্ত্ব বুঝতে গিয়েও জেহাদের পথে, কাশ্মীরে ধৃত গবেষক জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Apr 30, 2019Updated: 05:13 PM Apr 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার পাশাপাশিই ১৪ ফেব্রুয়ারি জহর টানেলে আরও এক বিস্ফোরক বোঝাই গাড়ির অস্তিত্ব পাওয়া গিয়েছিল৷ আত্মঘাতী হামলার জন্য তাও প্রস্তুত ছিল৷ কোনও কারণে সেই পরিকল্পনা বানচাল হয়৷ এতদিন তদন্তের আড়ালে থাকলেও, এবার তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে৷ সূত্রের খবর, অপারেশনের একটা অংশ হিসেবে এই গাড়ির নেপথ্যে রয়েছে এক গবেষকের মস্তিষ্ক৷ ঘটনার এতদিন পর ৬ জনকে গ্রেপ্তার করে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা৷ হিলাল আহমেদ মান্টো নামে পিএইচডি স্কলারও এই হামলার শরিক৷ তাঁকে ভাতিন্ডার পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গিয়েছে, হিলাল সদ্য নিষেধাজ্ঞা জারি করা জামাত-ই-ইসলামির ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য৷

Advertisement

[আরও পড়ুন: বাবার ছায়া পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে যশবন্তপুত্র, জয় নিয়ে প্রত্যয়ী জয়ন্ত]

হিলাল আহমেদকে জেরা করে রীতিমত চমকে উঠছেন তদন্তকারীরা৷ মনোবিজ্ঞানের গবেষণারত হিলালের গবেষণার বিষয় ছিল, পড়ুয়াদের উৎকণ্ঠা৷ এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে গবেষণা করতে করতে কীভাবে একজন এমন এক নাশকতায়  জড়িয়ে পড়লেন, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা৷ ধৃত বাকিরাও সকলে উচ্চশিক্ষিত৷ ওয়াইস আমিন নামে বিবিএ-র এক ছাত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পুলওয়ামা কাণ্ডে৷ জহর টানেলে একটি ছোট বিস্ফোরক বোঝাই গাড়ির চালক ছিল আমিন, যে ঘটনার ঠিক আগের মুহূর্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল৷ সম্প্রতি তাকে বানিহাল থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ উমর শফি, আকিব শাহ নামে আরও দুই অভিযুক্ত শ্রীনগরে বিসিএ পড়ছিল৷

[আরও পড়ুন:  সত্যিই কি হিমালয়ের বুকে তুষারমানবের অস্তিত্ব? কী বলছেন গবেষকরা]

তদন্তকারীরা জেরা করে যা বুঝেছেন, এধরনের মেধাবী ছাত্রদের বেছে নিয়ে জেহাদের মন্ত্রে মগজধোলাই করেছে জঙ্গি সংগঠনগুলি৷ অভিজ্ঞ এক আধিকারিকের কথায়, ‘ জামাত-উল-তলবা নামে একটি ছোট সংগঠন এসব মেধাবীদের বিস্তারিত খোঁজখবর নেয়৷ এরপর তাদের সংগঠিত করে ধর্মীয় কট্টরপন্থায় মগজ ধোলাই হয়৷ শেখানো হয় জেহাদের খুঁটিনাটি৷ উদ্বুদ্ধ করা হয় নাশকতার কাজে নামতে৷ পরবর্তী সময়ে এরাই হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত হয়৷ তবে পুলওয়ামা হামলার দিন আরও এক রহস্যজনক গাড়ি নিয়ে তদন্ত আরও এগোবে বলেই জানাচ্ছে পুলিশ৷

The post শিশু মনোস্তত্ত্ব বুঝতে গিয়েও জেহাদের পথে, কাশ্মীরে ধৃত গবেষক জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement