Advertisement
শতাধিক মানুষের প্রাণ কেড়েও ফুঁসছে কালমেগি! এবার তছনছ হবে ভিয়েতনাম?
অন্তত ১১৪ জন মানুষের মৃত্যু হয়েছে ফিলিপিন্সে।
টাইফুন কালমেগির দাপটে ফিলিপিন্সে মৃত অন্তত ১১৪। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা গিয়েছে। সেদেশের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এরপর টাইফুন আছড়ে পড়েছে ভিয়েতনামে। গতিবেগ ১৪৯ কিমি প্রতি ঘণ্টা।
মঙ্গলবার ভোরের দিকে আছড়ে পড়তে শুরু করে কালমেগি। তারপর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি।
সেদেশের সবচেয়ে জনবহুল ও প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশপাশের এলাকায় পরবর্তী ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যার ফল হয় ভয়াবহ।
কালমেগি নামের টাইফুনকে স্থানীয় ভাষায় ডাকা হচ্ছে টিনো নামে। জানা যাচ্ছে ল্যান্ডফলের পর ক্রমশ গতি হারায় ঝড়টি।
যে সব ভিডিও ও ছবি দেখা যাচ্ছে তাতে বিপর্যয়ের মাত্রাটা বোঝা যাচ্ছে। বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাস্তা থেকে উড়ে দূরে গিয়ে পড়েছে গাড়ি!
Published By: Biswadip DeyPosted: 07:39 PM Nov 06, 2025Updated: 07:44 PM Nov 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
