Advertisement
স্কুটি বা বাইক চুরি এখন যেন দুঃস্বপ্ন! এই উপায়গুলি বোকা বানাবে 'চোর'কে
কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই 'চোর'দের বোকা বানানো খুব একটা কঠিন বিষয় নয়!
ভারতে বা বাংলায় বাইক বা স্কুটি চালকের সংখ্যা অনেক। তবে মালিকদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গাড়িটি কোথায় পার্কিং করবেন। কারণ গাড়ি চুরির ঘটনা দিনে দিনে বাড়ছে। তবে একটু সাবধানতা বা কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই 'চোর'দের বোকা বানানো খুব একটা কঠিন বিষয় নয়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই প্রতিবেদনে রইল সেই উপায়।
প্রতিটি স্কুটি বা বাইকের নিজস্ব লক থাকে। তবে শুধুমাত্র সেই লকের ভরসায় থাকার দিন কার্যত শেষ! গাড়ির নিজস্ব লক ছাড়া অতিরিক্ত স্টিলের চেইন লক ব্যবহার করুন। সঙ্গে ডিস্ক ব্রেক লক ব্যবহার করতে পারেন। দু'টি ভিন্ন তালা ব্যবহার করলে চোরের পক্ষে তা ভাঙা খুব অসুবিধার তা আর বলার অপেক্ষা রাখে না।
বাইক বা স্কুটিতে একটি 'কিল সুইচ' লাগান। যা অন না করলে ইঞ্জিনে জ্বালানি আসবে না। চোর আপনার বাইকের লক ভেঙে গাড়ি স্টার্ট দিলেও গাড়ি চালু হবে না।
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি সুরক্ষার ক্ষেত্রে বড় হাতিয়ার হয়ে উঠছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাইক বা স্কুটিতে ব্যবহার করতে পারেন জিপিএস ট্র্যাকার। লাগাতে পারেন অ্যালার্ম সিস্টেম। আপনার গাড়ি কেউ চুরির চেষ্টা করলে অ্যালার্ম বাজতে থাকবে। তারপরও চুরি হয়ে গেলে জিপিএসের মাধ্যমে তা সহজেই ট্র্যাক করা যাবে।
যদি সময় ও সুযোগ থাকে তাহলে আপনার স্বপ্নের গাড়িটি কোনও শক্ত খুঁটির সঙ্গে বেঁধে রাখুন। সেই ক্ষেত্রে শক্ত চেইন ব্যবহার করা শ্রেয়।
Published By: Subhankar PatraPosted: 09:22 PM Nov 19, 2025Updated: 09:22 PM Nov 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
