Advertisement
এশা-জ্যাসমিন অতীত! এবার ২৪ বছরের লাস্যময়ীর সঙ্গে জড়াল হার্দিকের নাম, কে এই মাহিকা?
একটি সেলফি থেকে জল্পনা আরও বেড়েছে।
চার বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক থেকে মুভ অন করতে চেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ডিভোর্সের পর থেকে একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। জ্যাসমিন ওয়ালিয়া থেকে এশা গুপ্তা, কে ছিল না সেই তালিকায়।
এবার হার্দিকের সঙ্গে নাম জড়াল এক লাস্যময়ী মডেলের। তাঁর নাম মাহিকা শর্মা। সোশাল মিডিয়ায় স্বল্পবসনা ছবিতে প্রায়ই উষ্ণতা ছড়ান। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে।
সম্প্রতি রেডিটে মাহিকার একটি সেলফি ভাইরাল হয়। যেখানে পিছনে একটি পুরুষের অবয়ব দেখা যায়। অনেকেরই ধারণা, সেটা হার্দিক পাণ্ডিয়া।
এর মধ্যে জল্পনা আরও বাড়িয়েছে মাহিকার ইনস্টাগ্রাম হ্যান্ডল। যেখানে তাঁর মাত্র ৪৫ হাজার ফলোয়ার আছে। যার মধ্যে হার্দিক পাণ্ডিয়ার নামও আছে।
এমনকী মাহিকাকে হার্দিকের নিজের শহর বরোদাতেও দেখা গিয়েছে। এমনও বলা হচ্ছে, এশিয়া কাপে ভারতের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মাহিকা। যা দুজনের সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
মাহিকার বড় হওয়া দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনার পর স্নাতকস্তরে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী ছিলেন। তারপর আমেরিকাতে একবছর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন।
অস্কারজয়ী পরিচালক নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাস্ক’ ও উমঙ্গ কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা।
এছাড়া বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিখ্যাত ডিজাইনারদের পোশাকে দেখা যায় মাহিকাকে। ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ডের মতো জায়গা রয়েছে তাঁর ভ্রমণ তালিকায়।
Published By: Arpan DasPosted: 05:12 PM Sep 17, 2025Updated: 04:09 PM Sep 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
