Advertisement
জঙ্গল ছেড়ে এলাকায় ২৫টি হাতির দল! আতঙ্কে কাঁটা বাসিন্দারা, রইল ছবিঘর
জঙ্গল ছেড়ে গ্রামে হাতির দল! আতঙ্কে এলাকার মানুষজন।
জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ল বুনো হাতির দল! একটা কিংবা দুটো না, গ্রামজুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াল ২৫ টি হাতির দল। আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের মালঙ্গি বস্তির মানুষ রবিবার সকালে এহেন ঘটনার সাক্ষী থাকেন। তবে একসঙ্গে এতগুলি বুনো হাতির দল গ্রামে ঢুকে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে।
তবে এমন ঘটনা নতুন নয়, মাঝে মধ্যেই হাতির দল ডুয়ার্সের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ায়। হাতির হানায় বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে গত কয়েকমাসে। শুধু তাই নয়, ফসল, ঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কিন্তু হাতির সঙ্গে উত্তরের মানুষের আবেগ জড়িয়ে। কোনও হাতির মৃত্যুতে চোখে জল ফেলতে দেখা যায় সেখানকার মানুষকে।
জানা যায়, এদিন দলমনি জঙ্গল থেকে মাদারিহাট ব্লকের মালঙ্গি এলাকায় ঢোকে ওই ২৫ টি হাতির দল। বুনো হাতিগুলির সঙ্গে ছিল বেশ কয়েকটি শাবক হাতিও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা। আসেন জলদাপাড়া অভয়ারণ্যের বনকর্মীরাও। হাতিগুলির গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছে।
শুধু তাই নয়, হাতিদের সম্পূর্ণ চলাচল ক্যামেরাবন্দি করে রাখেন বন আধিকারিকরা। পাশাপাশি বুনো হাতির দলকে জঙ্গলে ফেরানোর চেষ্টাও করেন আধিকারিকরা। শুধু তাই নয়, স্থানীয় মানুষজন হাতির পালের ধারেকাছে না যান, সতর্কতামুলক প্রচারও চালানো হচ্ছে।
বন আধিকারিকরা জানিয়েছেন, হাতির দল গ্যারগেন্ডা সেতুর নিচ দিয়ে গিয়ে মালঙ্গি বস্তিতে ঢুকে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত বুনো হাতির দলটি মাদারিহাট ব্লকের মালঙ্গি বস্তিতেই রয়েছেন। ফলে সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে বন দফতরের তরফে।
মালঙ্গি বস্তির এক বাসিন্দা, নাম কানছা লামা জানিয়েছেন, ''এদিন সকালে হাতির দল দলমনি জঙ্গল থেকে মাদারিহাট ব্লকের মালঙ্গি এলাকায় ঢোকে।'' তবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলেই জানিয়েছেন ওই ব্যক্তি। বলে রাখা প্রয়োজন, হাতির হানা রুখতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে বন দফতর। জঙ্গল সংলগ্ন ৭২ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাটারিচালিত ফেন্সিং বসানোর উদ্যোগ বন দপ্তরের। ইতিমধ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে। কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
Published By: Kousik SinhaPosted: 07:37 PM Sep 07, 2025Updated: 07:46 PM Sep 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
