Advertisement
ফিল্মি কায়দায় 'বাদশা'র জন্মদিন উদযাপনের প্রস্তুতি, ৩০ শহরে প্রদর্শিত হবে শাহরুখের ছবি
শাহরুখের কোন কোন ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।
বলিউডের 'বাদশা' অথবা 'কিং খান' এই সবকটি উপমার অধিকারী তিনি। কথা হচ্ছে বলিউডের রোম্যান্টিক হিরো শাহরুখ খানের। তাঁর জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তাঁর বেঁচে থাকা। আগামী ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন। আর এই জন্মদিনটিকেই বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ। কবে থেকে শুরু হবে শাহরুখের জন্মদিন-স্পেশাল চলচ্চিত্র উৎসব?
আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। দেশের মোট তিরিশটি শহরে পঁচাত্তরটি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তাঁর পুরনো ছবিগুলিও দেখার সুযোগ পাবেন আরও একবার। এই খবর শুনে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে কোন কোন ছবিগুলি রয়েছে এই তালিকায়? তাহলে জেনে নিন।
শাহরুখের জন্মদিন উপলক্ষয়ে পুনরায় মুক্তি পাচ্ছে জনপ্রিয় ছবি 'ম্যায় হু না'। সুস্মিতা সেন ও শাহরুখের রসায়ন এই ছবিতে বিশেষ নজর কেড়েছিল।
শাহরুখ খান, মনীষা কৈরালা ও প্রীতি জিনটা অভিনীত ছবি 'দিল সে'। যে ছবির গান আজও সকলের মুখে মুখে ফেরে। গান ও ছবির প্রেক্ষাপট সব মিলিয়ে 'দিল সে' আজও সকলের পছন্দের ছবি। এই ছবিও মুক্তি পাবে এই চলচ্চিত্র উৎসবে।
সাহিত্যের পাতা থেকে রূপোলি পর্দায় উঠে আসা ছবি 'দেবদাস'। এই ছবিতে শাহরুখ-মাধুরী ও ঐশ্বর্যর যে রসায়ন তৈরি হয়েছিল তা আজও সকলের মনে গাঁথা। এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'দেবদাস'ও।
দীপিকা ও শাহরুখের জনপ্রিয় ছবি 'চেন্নাই এক্সপ্রেস' মুক্তির পর জমিয়ে ব্যবসা করেছিল বক্স অফিসে। এই চলচ্চিত্র উৎসবে পুনরায় মুক্তি পাবে এই ছবি।
শাহরুখ-দীপিকা জুটির প্রথম ছবি 'ওম শান্তি ওম' ২০০৭ সালে বক্স অফিসে আলোড়ন তৈরি করেছিল। শুধু তাই নয় এই জুটি হয়ে উঠেছিল সকলের পছন্দের। ফের একবার বড়পর্দায় এই জুটিকে দেখার সুযোগ পাবেন দর্শক।
Published By: Arani BhattacharyaPosted: 07:20 PM Oct 26, 2025Updated: 07:34 PM Oct 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
