Advertisement
বাহ্যিক সৌন্দর্য যথেষ্ট নয়, নিজেকে আকর্ষণীয় করতে পুজোর আগে এগুলি করুন
শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, মানসিক ও আচরণগত সজ্জাও আপনাকে আকর্ষণীয় করে তুলবে!
আর খুব বেশিদিন বাকি নেই পুজোর! এই সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই নিজেকে আকর্ষণীয় করে তুলতে জিম, ডায়েট কিংবা পার্লারে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে শুরু করেছেন? নিজেকে অন্যের কাছে সুন্দর করে তোলার জন্য সবরকম চেষ্টাই আমরা করে থাকি। কিন্তু নিজের প্রতি কাউকে আকৃষ্ট করার জন্য বাহ্যিক সৌন্দর্যই যথেষ্ট নয়, বলছেন মনোবিজ্ঞানীরা।
মনোবিজ্ঞান বলছে, অন্যের জন্য নিজেকে 'পারফেক্ট' করে গড়ে তোলার পিছনে অহেতুক দৌড়নোর প্রয়োজন নেই। বরং নিজের দুর্বল দিকগুলোকে সারিয়ে তুলে আরও বেশি আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠুন। মনোবিজ্ঞানীদের মতে, আত্মপ্রেম ও আত্ম-সচেতনতা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে।
কারও পিছনে অহেতুক সময় নষ্ট না করে, নিজেকে এভাবে গড়ে তুললে সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। কী কী করবেন? চলুন জেনে নেওয়া যাক।
নতুন কারও সঙ্গে আলাপ হয়েছে? হড়বড় করে কথা বলা বন্ধ করুন। ধীর-স্থির ও সংযত হয়ে কথা বলার অভ্যাস করুন। তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে নতুন বন্ধুর সঙ্গে কথা শুরু করুন। চিন্তাশীল মানসিকতার পরিচয় দিন। নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন যাতে নতুন বন্ধু সহজেই আপনার আচরণে মুগ্ধ হয়ে ওঠে।
পুজোয় কাউকে ভালো লাগতেই পারে। জমে উঠতে পারে আলাপ। কিন্তু তা বলে প্রথমেই কথা বলার সময় বকবক করা শুরু করবেন না। একটু সময় নিন। ধৈর্য নিয়ে বিপরীত মানুষটির কথা শুনুন। অন্যের কথাকে গুরুত্ব দিয়ে আগে বুঝতে চেষ্টা করুন বিপরীত মানুষটির ভালো লাগা ও মন্দ লাগা কী কী! এতে পারস্পরিক বিশ্বাস বাড়ে। সম্পর্ক গভীর হয়।
নিজেকে খোলামেলা প্রকাশ করবেন না। নিজের সম্পর্কে কম কথা বলুন। বিপরীত মানুষটির কথায় কৌতূহল দেখানো একটি ইতিবাচক গুণ। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই কৌশল ইতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া এতে আপনার সম্পর্কে খুব সহজেই অন্যদের মধ্যে কৌতূহল গড়ে ওঠে।
নতুন মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে ভালোভাবে সাজগোজ করুন। এমন ভাবে নিজেকে উপস্থাপন করুন যাতে আপনাকে আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী দেখায়। শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, মানসিক ও আচরণগত সজ্জাও আপনাকে আকর্ষণীয় করে তুলবে।
মিথ্যের আশ্রয় নিয়ে কোনও সম্পর্ক ভুলেও শুরু করতে যাবেন না। নিজের সম্পর্কে সঠিক ও সত্যটুকু বলুন। এতে আপনার ব্যক্তিত্ব সহজ-সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে।
Published By: Buddhadeb HalderPosted: 04:17 PM Aug 27, 2025Updated: 04:17 PM Aug 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
