Advertisement
'বিদায়, কিন্তু এটাই শেষ নয়...', টেনিস কেরিয়ারে ইতি টেনে নতুন অধ্যায়ের বার্তা বোপান্নার
একবছর আগেই সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছিলেন তিনি।
শনিবার অবসর ঘোষণা করেছেন রোহন বোপান্না। দীর্ঘ ২২ বছরের কেরিয়ারে তিনি দু'টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সোশাল মিডিয়ায় অবসরের কথা জানিয়েছেন তিনি।
২০০২ সালে ডেভিস কাপে রোহনের অভিষেক হয়েছিল। যদিও পেশাদার টেনিস জগতে তাঁর পদার্পণ পরের বছর। প্রায় দুই যুগের টেনিস অভিযানের শেষ অধ্যায়টি রচিত হয় প্যারিস মাস্টার্স ১০০০-এ। সেখানে তিনি জুটি বেঁধেছিলেন আলেকজান্ডার বুবলিকের সঙ্গে।
তাঁর শৈশব কেটেছে পাহাড়ি শহর কুর্গে। সেখানে তাঁর পরিবারের একটা কফি বাগানও ছিল। ১১ বছর বয়সে তাঁর টেনিস খেলার হাতেখড়ি। টেনিসে আসার আগে হকি ও ফুটবলও খেলতেন।
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'বিদায়, কিন্তু এটাই শেষ নয়। যা আমাকে বাঁচার রসদ জুগিয়েছে, তাঁকে কীভাবে বিদায় বলা যায়? তবু সময় এল। আমি আনুষ্ঠানিক ভাবে র্যাকেটটা তুলে রাখছি।'
তিনি আরও লিখেছেন, 'কুর্গের একটা ছোট্ট শহর থেকে উঠে এসে, কফিবাগানের মধ্যে দিয়ে ছুটে শক্তি বাড়াতে, ভাঙাচোরা কোর্টে স্বপ্ন ধাওয়া করতে করতে বিশ্বের সেরা মঞ্চে পৌঁছনো স্বপ্নের মতো। টেনিস আমার কাছে একটা খেলা নয়। যখন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলতাম, যখন গোটা বিশ্ব আমার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করত, তখন টেনিস আমাকে শক্তি দিয়েছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে গৌরবের অধ্যায়। ধন্যবাদ ভারত।' ওই পোস্টে পরিবার, স্ত্রী, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বোপান্না। পাশাপাশি পরবর্তী লক্ষ্য, নিজের শহরে টেনিস অ্যাকাডেমির কথা জানিয়েছেন।
৪৫ বছর বয়সি টেনিস তারকা বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও শক্তিশালী হয়েছেন। অভিজ্ঞতাকে সঙ্গী করে বিশ্বের সর্বত্র ভারতের জয়পতাকা উড়িয়েছে। বিশেষ করে ডবলসে রোহনের সাফল্য বহুল চর্চিত। ডেভিস কাপ ও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
২০২৪ সালে ডবলস কেরিয়ারে শীর্ষস্থান দখল করেন। সেই বছরই অস্ট্রেলীয় ওপেনের ডবলসে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হন। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয় করে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছিলেন। তার আগে ২০১৭ সালে গ্যাব্রিয়েলি ডাব্রোওস্কির সঙ্গে জুটিতে ফরাসি ওপেন মিক্সড ডবলসও জেতেন। ২০১৯ সালে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অর্জুন সম্মানে ভূষিত হন।
২০১৮ সালে অর্জুন পুরষ্কার জিতেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে মূল অনুষ্ঠানের সময় বোপান্না দেশের বাইরে থাকায় ২০১৯ সালের জুলাইয়ে তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কাছ থেকে এই পুরস্কার নেন। ২০১৮ সালে দিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডবলসে স্বর্ণপদক জয়ের পরেই এই ক্রীড়া সম্মান পান বোপান্না।
তাঁর টেনিস অ্যাকাডেমির নাম 'রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'। যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত। এই অ্যাকাডেমি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং টেনিস কোচিং দেয় সম্পূর্ণ বিনামূল্যে। অবসরের পর তিনি কি তবে অ্যাকাডেমির কাজে মন দেবেন? বোপান্না তাঁর পোস্টে লিখেছেন, 'প্রতিযোগিতা থেকে সরে গেলেও টেনিসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। টেনিস এতদিন আমাকে দিয়েছে। এবার ফিরিয়ে দিতে চাই। যে তরুণরা স্বপ্ন দেখে, তাদের উৎসাহ দিতে চাই। কোনও কিছুকে সীমায় বেঁধে ফেলা যায় না। এ কথাই ওদের বোঝাতে চাই।'
Published By: Prasenjit DuttaPosted: 04:03 PM Nov 01, 2025Updated: 04:03 PM Nov 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
