Advertisement
ঋত্বিক-শ্রদ্ধায় বই উদ্বোধন রমেশ সিপ্পির, সৌরভের সঙ্গে আড্ডায় জিৎ-প্রসেনজিৎ, দেখুন ৩১তম KIFF-এর রঙিন মুহূর্ত
সিনে উৎসবের পয়লা দিনে তারকাখচিত জমকালো অনুষ্ঠানের অ্যালবাম রইল।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে ৩১তম ফিল্ম ফেস্টিভ্যালের শুভসূচনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান পর্ব আরও বিশেষ করে তুলল ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর ‘দীক্ষামঞ্জরী’ টিমের নৃত্যপরিবেশন।
নয় নয় করে একত্রিশে পা দিল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। সিনে উৎসবের পয়লা দিনে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষরা।
উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, দেব, পাওলি দাম, শুভাশীস মুখোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তীদের।
টলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে জমজমাট সিনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ‘কিফ’-এর চেয়ারম্যান হিসেবে বিশ্ব আঙিনায় বাংলা সিনেমা নিয়ে বিশেষ বক্তৃতা রাখলেন গৌতম ঘোষ।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় টলিপাড়ার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপারস্টার জিৎ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির অভিভাবকরা।
‘শোলে’ ছবির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ সিপ্পি। সেই উপলক্ষে ‘শোলে’ সিনেমার ঝলকও প্রদর্শিত হল মঞ্চে।
৩১তম কিফ-এর মঞ্চে বঙ্গবিভূষণে সম্মানিত করা হল আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে। মঞ্চে দুই বর্ষীয়ান শিল্পীর হাতে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
মতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আরতি মুখোপাধ্যায়ের মন্তব্য, “আমি খুব ভালোবেসে নিয়েছি। মমতা তুমি যেভাবে সকলের পাশে থাকো, সেটা সত্যিই অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার এই পদক্ষেপও কুর্নিশযোগ্য।”
বাংলার ডোকরা শিল্পের দূর্গামূর্তি রমেশ সিপ্পির হাতে তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের মঞ্চেই ঋত্বিক ঘটকের উপর লেখা বইয়ের উদ্বোধন করলেন বর্ষীয়ান পরিচালক। এহেন নানা বর্ণময় মুহূর্তের টুকরো কোলাজ ধরা পড়ল ধনধান্য স্টেডিয়ামে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। (ছবি- পিন্টু প্রধান)
Published By: Sandipta BhanjaPosted: 08:52 PM Nov 06, 2025Updated: 08:52 PM Nov 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
